Broccoli Health Benefits: শীত পড়তেই ব্রকলি খাচ্ছেন? কারা পাতে রাখবেন, কারা মোটেই ছোঁবেন না? চিকিৎসকের মত জেনে কিনুন
- Reported by:Ranjan Chanda
- hyperlocal
- Published by:Shubhagata Dey
Last Updated:
Broccoli Health Benefits: বিট, গাজর, মুলোর মত বাজারে আমদানি হবে ব্রকলির। সবুজ সহ নানা রংয়ের এই ফুলকপির পুষ্টিগুণ জানলে আপনিও অবাক হবেন। সবজি হিসেবে ব্যবহৃত হলেও খাদ্যগুন জানলে অবাক হতে হয়।
advertisement
advertisement
advertisement
*পুষ্টিবিদ বিশ্বজিৎ দাস বলেন, বয়সজনিত চোখের সমস্যা কিংবা ছানির সমস্যার সমাধানে কার্যকরী ব্রকলি। অন্ত্রের নানা সমস্যার সমাধানে এবং অন্ত্রের স্বাস্থ্য ঠিক রাখে এই ব্রকলি। ব্রকলিতে ভিটামিনের মাত্রাও অনেকটাই বেশি। সবচেয়ে বেশি মাত্রায় থাকে ভিটামিন সি। ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। শীতকালে নিয়মিত ব্রকলির খেলে সর্দি-কাশির মতো সমস্যা কমতে পারে।
advertisement
advertisement







