Kasba Case Update: সুশান্ত ঘোষের উপরে হামলা কেন? বিহার থেকে গোয়েন্দাদের জালে স্কুটি চালক, এবারে আসল জট খুলবে?

Last Updated:

Kasba Case Update: কাউন্সিলর সুশান্ত ঘোষের উপরে হামলা ও খুনের চেষ্টার ঘটনায় বিহারের বৈশালী থেকে গ্রেফতার আরও এক। সেদিন হামলার সময় যে যুবক স্কুটিটি চালাচ্ছিল, সেই চালক ছোটু ওরফে লক্ষণ শর্মাকে গ্রেফতার করেছে পুলিশ।

News18
News18
কলকাতাঃ কাউন্সিলর সুশান্ত ঘোষের উপরে হামলা ও খুনের চেষ্টার ঘটনায় বিহারের বৈশালী থেকে গ্রেফতার আরও এক। সেদিন হামলার সময় যে যুবক স্কুটিটি চালাচ্ছিল, সেই চালক ছোটু ওরফে লক্ষণ শর্মাকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গোয়েন্দারা। এরপর তাকে স্থানীয় আদালতে পেশ করার পরে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হবে। এখনও পর্যন্ত কাউন্সিলরের হামলার ঘটনায় গ্রেফতার ৬।
কাউন্সিলরের উপরে হামলার ঘটনার তদন্তে নেমে বিহারের কুখ্যাত দুষ্কৃতী পাপ্পু চৌধুরীর গ্যাংয়ের নাম সামনে উঠে আসে। টাকার বিনিময়ে সুশান্ত ঘোষকে খুনের জন্য ভাড়াটে শ্যুটারদের কলকাতায় নিয়ে আশা হয়েছিল। ধৃত লক্ষ্মণ শর্মাও কী পাপ্পু গ্যাংয়ের সদস্য? জিজ্ঞাসাবাদ করে তা স্পষ্ট হতে চাইছে তদন্তকারীরা। পাশাপাশি কতদিন আগে সে কলকাতায় এসেছিল, কোথায় কোথায় ছিল, কাদের সঙ্গে দেখা করেছিল, তাও জানতে চাইবে গোয়েন্দারা।
advertisement
advertisement
প্রসঙ্গত, সুশান্ত ঘোষকে খুনের চেষ্টার ঘটনায় দুষ্কৃতীদের ব্যবহৃত স্কুটারটি আগেই বাজেয়াপ্ত করেছিল পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, সেই স্কুটারে ভুয়ো নম্বর প্লেট লাগানো হয়েছিল। আর সেই গাড়ি চালাচ্ছিল ছোটু।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kasba Case Update: সুশান্ত ঘোষের উপরে হামলা কেন? বিহার থেকে গোয়েন্দাদের জালে স্কুটি চালক, এবারে আসল জট খুলবে?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement