TRENDING:

Mousuni Island News: উইকেন্ডের ছুটি কাটানোর সেরা ঠিকানা মৌসুনি দ্বীপ, সেখানেই বেঁধেছে বেজায় গন্ডগোল!

Last Updated:

South 24 Parganas News: ওই দ্বীপ এলাকার আরও ৪২ টি রিসোর্টের কথা উল্লেখ করা হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: আইন ভেঙেই কী রিসর্ট তৈরি, প্রশ্ন উঠল মৌসুনিতে। সম্প্রতি সেই জল গড়ালো হাইকোর্টে।অভিযোগের প্রেক্ষিতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসনের কাছে হলফনামা চাইল কলকাতা হাইকোর্ট। বেশ কয়েক বছর ধরে পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে নামখানার মৌসুনী দ্বীপ। গড়ে উঠেছে প্রচুর হোটেল, রিসোর্ট। কিন্তু সেই সমস্ত রিসর্ট চালু করতে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রে উপকূল আইনকে বুড়ো আঙুল দেখানো হচ্ছে৷ এ নিয়ে স্থানীয় বাসিন্দা ইন্দ্রনীল প্রামানিক সম্প্রতি এ ব্যাপারে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন।
advertisement

অভিযোগ মৌসুনি দ্বীপের বারোশালা এলাকার নদীর চরের ২০০ মিটারের মধ্যে একটি অবৈধ রিসোর্ট গড়ে উঠেছে। এই মামলার সঙ্গে আরও কয়েকটি মামলা যুক্ত হয়। সেখানে ওই দ্বীপ এলাকার আরও ৪২ টি রিসোর্টের কথা উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনNaba Barsha: নতুন বছরকে স্বাগত জানাতে রাস্তা ভরে উঠল আলপনায়, কলকাতায় নয়, কোথায় বলুন তো?

advertisement

সেই মামলার পরিপ্রেক্ষিতে সম্প্রতি কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা, দক্ষিণ ২৪ পরগনার জেলা শাসকের কাছে হলকনামা তলব করেছেন। তিনি আরও জানিয়েছেন ২৪শে জুনের মধ্যে মৌসুনি দ্বীপে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখে রিপোর্ট জমা দিতে হবে।

View More

এ নিয়ে মৌসুনি ক্যাম্প ওনার্স আ্যসোসিয়াশানের সম্পাদক শুভজিৎ সরখেল বলেন, আদালত কী রায় দিয়েছে জানি না, প্রশাসন যদি তদন্তে আসে আসুক। যদি আমাদের রিসোর্টগুলি ভেঙে দিতে বলা হয়, তাহলে আমাদের অন্য কোথাও ব্যবসা করার অনুমতি দিতে হবে। কারণ এখানে শতাধিক মানুষের কর্মসংস্থান জড়িয়ে রয়েছে। এখন দেখার ভবিষ্যতে কি হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

নবাব মল্লিক

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mousuni Island News: উইকেন্ডের ছুটি কাটানোর সেরা ঠিকানা মৌসুনি দ্বীপ, সেখানেই বেঁধেছে বেজায় গন্ডগোল!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল