প্রসঙ্গত, বনগাঁ থেকে ১০ – ১৫ জনের একটি মতুয়ার দল বিহারে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতে গিয়েছিল। রাহুল গান্ধীর সঙ্গে তাদের একটি ছবিতে ব্যানারে লেখা ছিল SIR-এ বিপদ, কংগ্রেসে নিরাপদ। যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়ে যায় জল্পনা।
আরও পড়ুন: টয়লেটে ১ চামচ ফেলে দিন মাত্র ২ টাকার এই জিনিস! নোংরা দাগ, দুর্গন্ধ গায়েব, মিনিটে ঝকঝক করবে বাথরুম
advertisement
তবে সূত্রের খবর, বিহারে থেকে ফিরে বিজেপি নেতা তথা শান্তনু ঠাকুরের কাছে আসেন মতুয়া ভক্তরা। অভিযোগ জানিয়ে বলেন, তাদের বলা হয়েছিল বিহারে মতুয়া মহোৎসব আছে। মহোৎসবের কথা শুনে তারা গিয়েছিলেন। তাদের দাবি , স্থানীয় বিজেপি নেতা তপন হালদার তাদের ভুল বুঝিয়ে নিয়ে গিয়েছিল। তারা সি.এ.এ এবং এস.আই.আর এর পক্ষে।
এ প্রসঙ্গে ‘অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘ’-এর সঙ্ঘাধিপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর জানান, ‘‘মতুয়া ভক্তদের ভুল বুঝিয়ে সমস্ত ভাড়া দিয়ে নিয়ে গেছে, এবং যারা গিয়েছে তাদের কিছু টাকা দেওয়ার কথা বলেছে। এক্ষত্রে টাকার খেলা হয়েছে। কংগ্রেস মতুয়া ভোটে ভাগ বসাতে চাইছে। কিন্তু মতুয়ারা তা হতে দেবে না।’’
বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিকাশ ঘোষ বলেন, ‘‘মতুয়াদের ভুল বোঝানোর জন্য তপন হালদারকে শোকজ করা হবে।’’ তবে বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি তপন হালদার। তাঁর দাবি, তিনি যা বলার দলকে বলবেন। তিনি বিজেপির সক্রিয় কর্মী।
এ বিষয়ে উত্তর ২৪ পরগণা জেলা কংগ্রেসের সভাপতি ইন্দ্রাণী দত্ত চ্যাটার্জি বলেন, ‘‘মতুয়ারা রাহুর জির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তাদের যে ভাবে হেনস্থা হতে হচ্ছে, লাইন দিয়ে যে ভাবে নাগরিকত্বের প্রমান দিতে হচ্ছে, হিন্দুত্বের কার্ড করতে হচ্ছে তার বিরুদ্ধে সোচ্চার হয়ে। তাদের সেই দুঃখের কথা জানাতে। ব্যানার তো মিথ্যা কথা বলে না। এখন কেউ যদি টাকা দিতে মিথ্যা কথা বলায় সেই দায়িত্ব তো আমাদের নয়।’’