স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাসস্ট্যান্ডে অবস্থিত একটি দোকানে হঠাৎই অজ্ঞাত কারণবশত আগুন লেগে যায়। তারপর ক্ষণিকের মধ্যে আগুনের লেলিহান শিখা দাউদাউ করে বাড়তে থাকে। পার্শ্ববর্তী দোকানগুলিতেও আগুন ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। পৌঁছায় বিরাট পুলিশ বাহিনীও। যুদ্ধকালীন তৎপরতায় চলে আগুন নেভানোর কাজ। দমকলের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
advertisement
এ বিষয়ে বাসস্ট্যান্ডের এক দোকানদার আশীষ কুমার সিনহা বলেন, তিনি হঠাৎ করেই খবর পান তার দোকানে আগুন লেগে গিয়েছে। খবর পাওয়া মাত্রই ছুটে আসেন তিনি। এসে দেখেন তার দোকান ও পার্শ্ববর্তী দোকানগুলিতে আগুন জ্বলছে। ডিসপোজাল সামগ্রীর দোকান ছিল তার। দোকানের অনেকটাই ক্ষয়ক্ষতি হয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শহরের প্রাণকেন্দ্র পুরুলিয়া বাস স্ট্যান্ড। প্রতিদিন বহু মানুষ রুটি রুজির টানে এই বাসস্ট্যান্ডে আসেন। সকাল থেকে রাত পর্যন্ত মানুষের ভিড় লেগে থাকে এই বাসস্ট্যান্ডে। গুরুত্বপূর্ণ এই জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় স্থানীয় বাসিন্দা ও নিত্যযাত্রীদের মধ্যে অনেকটাই আতঙ্ক ছড়িয়েছে। যদিও কোনও প্রাণহানি হয়নি বলে জানা গিয়েছে। তবে ঠিক কীভাবে আগুন লেগেছে তার সঠিক কারণ জানা যায়নি।





