একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্দ্যোগে গত ত্রিশ বছর ধরে এই গণ বিবাহ আয়োজিত হয়ে আসছে। ধর্ম বর্ণ নির্বিশেষে এই গণ বিবাহের আয়োজন করা হয় হুগলির হরিপালের নন্দকুঠি এলাকায়।
আরও পড়ুন: ফল নয়, এই গাছের চারা বিক্রি করেই মালামাল কলেজ পড়ুয়া! খুব সহজে চাষ করতে পারেন আপনিও
advertisement
এদিন হিন্দু, মুসলিম, আদিবাসী সম্প্রদায়ের ১০৫ জোড়া যুবক যুবতী সাংসারিক জীবনে প্রবেশ করেন এই গণ বিবাহ অনুষ্ঠানের মধ্য দিয়ে। গণ বিবাহ অনুষ্ঠানেও ধরা পড়লসম্প্রীতির মেল বন্ধন।
উদ্যোক্তাদের দাবি মূলত দুস্থ কন্যাদায়গ্রস্থ পরিবারের পাশে দাঁড়াতে প্রতি বছর এই গণ বিবাহের আয়োজন করা হয়। এখানে কোনও ধর্ম দেখা হয়না।পাশাপাশি নব দম্পতিদের হাতে উপঢৌকন হিসাবে তুলে দেওয়া একাধিক সামগ্রী।
গণ বিবাহ দেখতে উপচে পড়া ভিড় জমে এই এলাকায় । শুধু হুগলি জেলা নয় এ রাজ্য ছাড়াও অন্যান্ন রাজ্য থেকেও বহু সাধরণ মানুষ ভিড় জমান গণ বিবাহ অনুষ্ঠানে সামিল হতে।
রাহী হালদার