এই বিশেষ ধরনের মাদুরে কাস্টমাইজ হচ্ছে নানান ছবি। দেব-দেবীর ছবি থেকে শুরু করে বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য কিংবা আপনার নিজের ছবিও কাস্টমাইজ করে দেবেন শিল্পীরা। মাদুর শিল্পের জন্য বিখ্যাত সবংয়ের সারতা গ্রামের মাদুর শিল্পীরা বরাবর নিত্য নতুন মাদুর নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন। মাদুর কাঠি দিয়ে যেমন ট্রাডিশনাল ম্যাট তৈরি হচ্ছে, তেমনই মাদুরকাঠির উপরের আঁশ দিয়ে তৈরি হচ্ছে মসলন্দ মাদুর। যা একদিকে হালকা অন্যদিকে খুব পাতলা। শুধু তাই নয় মাদুরকাঠি দিয়ে বুনে বুনে তৈরি করছেন নানান ছবিও। রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, দেবী দুর্গা সহ আপনার নিজের ছবিও বানিয়ে দেবেন শিল্পীরা।
advertisement
আরও পড়ুন: ব্যাঙ্কে গ্রাহকদের স্বাস্থ্য পরীক্ষা! সাঁতরাগাছির শাখায় বিরল ছবি
সবং-এর সারতা গ্রামের মাদুর শিল্পী অশোক জানা বাড়িতেই তৈরি করছেন মসলন্দ মাদুর। সকাল থেকেই তিনি কাঠি নিয়ে বসে পড়েন মাদুর বুনতে। প্রক্রিয়াকরণ করা মাদুর কাঠিকে। বোনার সময় দাঁত দিয়ে আঁশ ছাড়িয়ে নিতে হয়। এরপর হাতের কারসাজিতে মাদুরেই ফুটিয়ে তোলেন নানা ছবি। মুখ্যমন্ত্রীকে ভালোবেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও ফুটিয়ে তুলেছেন মাদুরে।
রঞ্জন চন্দ