TRENDING:

Masland Madur: মাদুরে ফুটে উঠবে আপনার মুখ! সবংয়ে বোনা হচ্ছে এই নতুন মাদুর

Last Updated:

Masland Madur: দেব-দেবীর ছবি থেকে শুরু করে বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য কিংবা আপনার নিজের ছবিও কাস্টমাইজ করে দেবেন শিল্পীরা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: এই জেলার সবং বিখ্যাত মাদুর শিল্পের জন্য। গ্রাম কিংবা শহর, শহরতলীতে ব্যবহৃত হয় সেই মাদুর। কিন্তু জানেন কি মোটা মোটা ভারী মাদুর নয়, এবার একই মাদুরকাঠি দিয়ে সবংয়ে তৈরি হচ্ছে দারুণ সুন্দর এক নতুন ধরনের মাদুর। যা দেখলে চমকে যাবেন। এই মাদুর যেমন হালকা, তেমন দেখতেও সুন্দর।
advertisement

এই বিশেষ ধরনের মাদুরে কাস্টমাইজ হচ্ছে নানান ছবি। দেব-দেবীর ছবি থেকে শুরু করে বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য কিংবা আপনার নিজের ছবিও কাস্টমাইজ করে দেবেন শিল্পীরা। মাদুর শিল্পের জন্য বিখ্যাত সবংয়ের সারতা গ্রামের মাদুর শিল্পীরা বরাবর নিত্য নতুন মাদুর নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন। মাদুর কাঠি দিয়ে যেমন ট্রাডিশনাল ম্যাট তৈরি হচ্ছে, তেমনই মাদুরকাঠির উপরের আঁশ দিয়ে তৈরি হচ্ছে মসলন্দ মাদুর। যা একদিকে হালকা অন্যদিকে খুব পাতলা। শুধু তাই নয় মাদুরকাঠি দিয়ে বুনে বুনে তৈরি করছেন নানান ছবিও। রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, দেবী দুর্গা সহ আপনার নিজের ছবিও বানিয়ে দেবেন শিল্পীরা।

advertisement

আর‌ও পড়ুন: ব্যাঙ্কে গ্রাহকদের স্বাস্থ্য পরীক্ষা! সাঁতরাগাছির শাখায় বিরল ছবি

সবং-এর সারতা গ্রামের মাদুর শিল্পী অশোক জানা বাড়িতেই তৈরি করছেন মসলন্দ মাদুর। সকাল থেকেই তিনি কাঠি নিয়ে বসে পড়েন মাদুর বুনতে। প্রক্রিয়াকরণ করা মাদুর কাঠিকে। বোনার সময় দাঁত দিয়ে আঁশ ছাড়িয়ে নিতে হয়। এরপর হাতের কারসাজিতে মাদুরেই ফুটিয়ে তোলেন নানা ছবি। মুখ্যমন্ত্রীকে ভালোবেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও ফুটিয়ে তুলেছেন মাদুরে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

রঞ্জন চন্দ

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Masland Madur: মাদুরে ফুটে উঠবে আপনার মুখ! সবংয়ে বোনা হচ্ছে এই নতুন মাদুর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল