Masland Madur: মসলন্দ মাদুর শিল্পের জন্য ১৯৮০ সালে দেশের তৎকালীন রাষ্ট্রপতি নীলম সঞ্জীব রেড্ডির হাত থেকে রাষ্ট্রপতি পুরস্কার নিয়েছিলেন শিল্পী পুষ্পরানি জানা
মাদুর আমরা বসা কিংবা শোয়ার জন্য ব্যবহার করি। কিন্তু সেই মাদুরে শৈল্পিক নিপুণতা ফুটে ওঠে, তৈরি হয় মসলন্দ মাদুর। আর এই মাদুর বানিয়ে মিলেছে রাষ্ট্রপতির হাত থেকে সম্মান।
advertisement
পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত ব্লক সবং। নাম না জানা এক গ্রাম সারতা। সেই গ্রামের এক গৃহবধূ পুষ্পরানি জানা বছর চল্লিশ আগে পেয়েছেন রাষ্ট্রপতি পুরস্কার। তাঁর হাতের জাদু এবং শৈল্পিক নিপুণতা এনেছে এই বিশেষ সম্মান।
advertisement
মসলন্দ মাদুর বুনে পেয়েছেন এই স্বীকৃতি। ১৯৮০ সালে দেশের তৎকালীন রাষ্ট্রপতি নীলম সঞ্জীব রেড্ডির হাত থেকে পেয়েছিলেন রাষ্ট্রপতি পুরস্কার।
মাদুর কাঠিকে সুক্ষ্মভাবে বুনে নানান ছবি, বিভিন্ন চিত্রকে ফুটিয়ে তোলা হয়। একদিকে যেমন হালকা তেমনই দেখতে বেশ হয় এই মাদুর।
মাদুর অনেকেই বোনে, তবে মসলন্দ মাদুর বেশ দারুণ। একদিকে যেমন দেখতে সুন্দর তেমনই শৈল্পিক নিপুণতাও বেশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷