ইউটিউবার রনবীর ইলাহাবাদিয়া তার বিতর্কিত মন্তব্যের জেরে সারা দেশে চর্চায় রয়েছেন। আর পে লোডার চড়ে অভিনব ভাবে বিয়ে করতে যাওয়ার জন্য হুগলিতে চর্চায় ইউটিউবার কুন্তল সাহা। খাদিনা মোড়ের বাসিন্দা কুন্তল একজন ইউটিউবার। তার মনের মানুষ বুনোকালীতলার পায়েল সাধুখাঁর সঙ্গে আট বছর আগে ভ্যালেন্টাইন্স ডে-তে প্রথম আলাপ। আর আরেক ভ্যালেনটাইন ডে-র আগের দিন তাকেই বিয়ে করছেন কুন্তল।
advertisement
আরও পড়ুন: পাশে ট্রাম্প, এলন মাস্কের সঙ্গে ভিডিও কনফারেন্সে মহম্মদ ইউনূস! যা ঘটতে চলেছে, শুনে চমকে যাবেন
বর, নিতবর পে লোডারের সামনে বসে। আর ব্যান্ড পার্টির সঙ্গে চলেছে বরযাত্রী। খাদিনা মোড় থেকে যখন চুঁচুড়া তোলাফটকের দিকে যাচ্ছে মাটির কাটার যন্ত্র, তাতে সওয়ার টোপর মাথায় বর। তা দেখতে রাস্তার দুপাশে লোক দাঁড়িয়ে পড়েছে। অনেকে হাসাহাসি করছে। কী দিন এল, আরও কত কী দেখতে হবে, এমন বলছেন অনেকেই। ঢের ঢের বরযাত্রী দেখেছেন শহরবাসী। কিন্তু এমন বিয়ে যে দেখেননি।
বরের অবশ্য তাতে ভ্রুক্ষেপ নেই। ইউটিউবার বলেন, ”মানুষের হাতের পাঁচটা আঙুল সমান হয় না। আমার পরিবার, বন্ধুবান্ধব আনন্দ পাচ্ছে। রাস্তায় যারা দেখছে তারা আনন্দ পাচ্ছে, এটাই অনেক। কে কী ভাবল, কে ট্রোল করল, ডোন্ট কেয়ার।” তাই বরের বিয়ে করতে যাওয়ার জন্য মগড়া থেকে পে লোডার ভাড়া করে আনা হয়।