উদ্যোক্তাদের পক্ষ থেকে জানা গিয়েছে, এদিন ১৪০ জন ছেলে ও ৩০ জন মেয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতাটি মানবাজার ঝাড়বাগ্দা বীর গঙ্গা নারায়ণ স্টেডিয়াম থেকে শুরু হয়ে মানবাজার মাঝপাড়া হাটতলা রাসমঞ্চ প্রাঙ্গনে শেষ হয়।
advertisement
প্রতিযোগিতায় ছেলেদের মধ্যে রজনী মাহাতো, বাপি মুদি ও অপূর্ব সেন প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে। মেয়েদের মধ্যে সঙ্গীতা বাগদি, মিনতি হাঁসদা, শম্পা বাগদি প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে। এ বিষয়ে পুরুলিয়ার মানবাজার সার্বজনীন রাস উৎসব কমিটির সদস্য ও বিশিষ্ট ক্রীড়াবিদ প্রদীপ মুখার্জী জানান, ম্যারাথন দৌড় প্রতিযোগিতা সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে। যেভাবে এই প্রতিযোগিতায় স্বতঃস্ফূর্তভাবে ছেলে ও মেয়েরা অংশগ্রহণ করেছে তাতে অতীতের সমস্ত রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে। সকল প্রতিযোগীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে মেয়েদের মধ্যে যে উন্মাদনা দেখা গিয়েছে তা খুবই প্রশংসনীয়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
উৎসব কমিটির সদস্যরা আশাবাদী যে আগামী দিনেও সুশৃঙ্খল ও ঐক্যবদ্ধভাবে এরকম প্রতিযোগিতা করা হবে। এমনকি এর ব্যাপকতা আগামীদিনে আরও অনেক বাড়বে বলেই তাদের ধারণা। প্রান্তিক জেলা পুরুলিয়া। পড়াশোনা হোক কিংবা খেলাধুলা এই জেলার ছেলে-মেয়েরা সর্বস্তরে এগিয়ে আসছে ধীরে, ধীরে। মেয়েরাও পিছিয়ে থাকছে না আর কোনও ভাবেই। মানবাজারের এই ম্যারাথন রীতিমতো নজর কেড়েছে সকলের।





