TRENDING:

Digha: দিঘায় দেড় লক্ষ টাকা জয়ের সুযোগ! সেজে উঠেছে সৈকত শহর

Last Updated:

প্রতিযোগিতায় অংশ নিতে বিভিন্ন জেলা এমন কি অন্য়ান্য় রাজ্য় থেকেও প্রতিযোগীরা দিঘায় এসে পৌঁছেছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দিঘা: দিঘায় গিয়ে নগদ দেড় লক্ষ টাকা জেতার সুযোগা! শুনতে অবাক লাগলেও এটাই সত্য়ি। সৌজন্য়ে দিঘা ম্য়ারাথন।
দিঘায় নতুন চমক।
দিঘায় নতুন চমক।
advertisement

পরিবেশ সচেতনতার বার্তা দিয়ে আগামিকাল, শনিবার দিঘায় অনুষ্ঠিত হতে চলেছে নো প্লাস্টিক, নো পলিউশন শীর্ষক ম্য়ারাথন প্রতিযোগিতা। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ এই প্রতিযোগিতার উদ্য়োক্তা। এই ম্যারাথন প্রতিযোগিতায় জেলার পাশাপাশি ভিন জেলা এবং ভিন রাজ্যের প্রতিযোগীরাও অংশ নেবে।

একুশ, দশ এবং পাঁচ- এই তিন দূরত্বের ম্য়ারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় অংশ নিতে বিভিন্ন জেলা এমন কি অন্য়ান্য় রাজ্য় থেকেও প্রতিযোগীরা দিঘায় এসে পৌঁছেছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

শুক্রবার রাতে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার অমরনাথ কে সহ অন্যান্য জেলার পুলিশ আধিকারিকরা প্রস্তুতি খতিয়ে দেখলেন। লক্ষাধিক টাকার পুরস্কার মূল্যের এই ম্যারাথন প্রতিযোগিতায় ইতিমধ্যে হাজারেরও বেশী প্রতিযোগী নাম নথিভুক্ত করেছেন বলে পুলিশ সূত্রে খবর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুধু পরিবেশ সচেতনতার বার্তা নয়, জন সংযোগ গড়ে তুলতে জেলা পুলিশের পক্ষ থেকে এহেন উদ্যোগ নেওয়া হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Digha: দিঘায় দেড় লক্ষ টাকা জয়ের সুযোগ! সেজে উঠেছে সৈকত শহর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল