Weekend Shantiniketan Trip: উইকএন্ডে শান্তিনিকেতনে যাচ্ছেন? বিশ্বভারতী ছাড়াও আর কী কী দেখবেন? রইল পর্যটনের অন্য আকর্ষণ
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Reported by:Souvik Roy
Last Updated:
Weekend Shantiniketan Trip: কী মেলে বোলপুর শান্তিনিকেতনে, হঠাৎ কেন পর্যটকদের কাছে আকর্ষণীয় জায়গা এটি
advertisement
1/5

বীরভূমের মধ্যে অবস্থিত কবিগুরুর বোলপুর শান্তিনিকেতন। তবে কী কারণে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এর বোলপুর শান্তিনিকেতন বিখ্যাত জানেন? হ্যাঁ হয়তো আপনি বলবেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্যই বোলপুর শান্তিনিকেতন বিখ্যাত। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য বিখ্যাত এটাতো অবশ্যই তবে এর পাশাপাশি রয়েছে আরও নানান জিনিস যার জন্য কবিগুরুর শান্তিনিকেতন দিন দিন বিখ্যাতর থেকে আরও বিখ্যাত হয়ে উঠেছে।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
2/5
এই বোলপুর শান্তিনিকেতন শহরটি শিল্প, সাহিত্য এবং সঙ্গীতের এক অনন্য মিশ্রণ, এবং এখানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ও রয়েছে, যা রবীন্দ্রনাথ ঠাকুর নিজে দাঁড়িয়ে থেকে প্রতিষ্ঠা করেছিলেন। নোবেল পুরস্কার বিজয়ী কবি এবং লেখক যিনি ভারতীয় সাহিত্যে এক বিশাল চিহ্ন রেখে গেছেন। বর্তমানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের একাধিক জায়গা কে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলে ঘোষণা করেছেন। আর সেই কারণেই দিন দিন এখানে পর্যটকদের সংখ্যা কয়েক গুণ বেড়েই চলেছে।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
3/5
এর পাশাপাশি স্থানীয় হস্তশিল্প, যেমন মাটির পুতুল, বাটিক প্রিন্ট করা পোশাক, এবং কাঁথা সেলাইয়ের (চুরি, ব্যাগ, দোপাট্টা ,ইত্যাদি) জন্য বোলপুর শান্তিনিকেতন বিখ্যাত। এছাড়াও বীরভূমের মধ্যে অবস্থিত রয়েছে মোট পাঁচটি সতিপীঠ তার মধ্যে অন্যতম বোলপুরের কাছে অবস্থিত একটি বিখ্যাত কালী মন্দির হলও কঙ্কালিতলা মন্দির।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
4/5
এছাড়াও নদী ও প্রকৃতির শান্ত পরিবেশ এখানকার মূল আকর্ষণ, যা এটিকে গ্রামীণ ও আধা-গ্রামীণ বাংলার সৌন্দর্যের প্রতীক করে তুলেছে। কোপাই নদীর তীরে অবস্থিত হওয়ার কারণে এটি একটি গুরুত্বপূর্ণ জনবসতি ছিল এবং এর প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের আকর্ষণ করে।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
5/5
তবে এইসব কিছুর বাইরেও বর্তমানে পর্যটকদের কাছে মূল আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে খোয়াই হাট বা সোনাঝুরির হাট। নিছক কয়েকজন স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে তৈরি হওয়া এই হাট বর্তমানে দেশ ছাড়িয়ে বিদেশের পর্যটকদের কাছেও অন্যতম ভ্রমণ ডেস্টিনেশন। এর পাশাপাশি বিভিন্ন ঋতুতে বোলপুর শান্তিনিকেতনের রং বদলে ওঠে সেই কারণে পর্যটকেরা বারবার ছুটে আসেন বোলপুর।ছবি ও তথ্য: সৌভিক রায়
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Weekend Shantiniketan Trip: উইকএন্ডে শান্তিনিকেতনে যাচ্ছেন? বিশ্বভারতী ছাড়াও আর কী কী দেখবেন? রইল পর্যটনের অন্য আকর্ষণ