বাদাম খুলতেই বেরিয়ে এলেন স্বয়ং মা লক্ষ্মী! কোজাগরী লক্ষ্মীপুজোর আগে তাজ্জব ঘটনা বাঁকুড়ায়, ঢি-ঢি পড়ল এলাকায়
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
Micro Art: অবিস্মরণীয় এক ঘটনা। বাদাম খুলতেই বেরিয়ে আসলেন মা লক্ষ্মী। কোজাগরী লক্ষ্মী পুজোর আগে তাজ্জব ঘটনা বাঁকুড়ায়। কীভাবে সম্ভব হল এমন? জানলে আপনিও অবাক হতে বাধ্য...
advertisement
1/5

দুটি বাদাম! কী'ই বা হবে সেটা দিয়ে। কিন্তু সেই বাদাম দিয়েই এক অবিশ্বাস্য কাজ করে দেখিয়েছেন বাঁকুড়ার শিল্পী। (ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়)
advertisement
2/5
বাদাম খুললেই বেরিয়ে আসছেন মা লক্ষ্মী। অদ্ভুত এই দৃশ্য দেখা গেল বাঁকুড়ায়। যা সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দিয়েছে।
advertisement
3/5
সাইজ মাত্র ৪ সেন্টিমিটার, অসাধারণ সূক্ষ্ম এই কাজ। দেখে অবাক হয়ে যাচ্ছেন সকলে। কাজটি করেছেন বাঁকুড়ার শিল্পী ইন্দ্রনীল চট্টোপাধ্যায়।
advertisement
4/5
শিল্পী জানান, 'প্রথমে বাদামের খোল খুলে সেটা পরিষ্কার করে, তার ভিতরে মাটি দিয়ে লক্ষ্মী প্রতিমার কাঠামো করলাম, তারপরে রং দিয়ে সুসজ্জিত করলাম। মাকে কেশ পরিয়ে প্রতিমা রূপ দিলাম। লক্ষ্মী মাতার এক হাতে পদ্মফুল রয়েছে ও আর এক হাতে লক্ষীর ভাঁড় আছে। এটি গড়তে ৪ থেকে ৫ দিন সময় লেগেছে। এটি চার সেমি লম্বা'।
advertisement
5/5
লক্ষ্মী পুজোর আগে এমন মৌলিক শিল্পচর্চা এবং মৌলিক চিন্তাধারা অবাক করেছে সাধারণ মানুষকে। (ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
বাদাম খুলতেই বেরিয়ে এলেন স্বয়ং মা লক্ষ্মী! কোজাগরী লক্ষ্মীপুজোর আগে তাজ্জব ঘটনা বাঁকুড়ায়, ঢি-ঢি পড়ল এলাকায়