কথিত, ভাস্কর পণ্ডিত নিজের খাঁড়াগুলি মন্দিরেই রেখে যান পুজোর জন্যে। কার্তিকী অমাবস্যায় মায়ের পুজোর জন্যে অপেক্ষা করে থাকেন বহু মানুষ। পুজোর প্রথম দিনে ঘটের নিরঞ্জন হয়। সেই ঘটের জলে স্নান করতে দূরদূরান্ত থেকে ভক্তের সমাগম হয়। তৃতীয় দিনে ১০-১৫ হাজার মানুষের নরনারায়ণ সেবা হয়।
আরও পড়ুন : এই মহাশ্মশানে অমানিশায় তন্ত্র মতে এবং শাস্ত্রমতে পূজিত হন ডাকাতকালী এবং শ্মশানকালী
advertisement
চতুর্থ দিন নগর পরিক্রমা এবং পঞ্চম দিন পল্লীবাসীরাই হাতে করে মাকে মন্দির প্রাঙ্গণে নামান। কোচডিহি থেকে ৪২ জন বেহারা আসেন এবং মাকে কাঁধে করে খালিপায়ে গোটা সোনামুখী শহর পরিক্রমা করেন এই ৪০ জন বেহারা। পরের দিন বিসর্জন করা হয় মাইত মাকে। প্রায় ৫০০-৭০০ বছরের পুরোনো এই কালীপুজো। পুজোর সপ্তাহখানেক আগে ইতিহাস তুলে ধরা হল।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 09, 2025 8:47 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Century Old Kali Puja: বর্গী দস্যু ভাস্কর পণ্ডিতের নাম জড়িয়ে আছে ২৫০ বছরের প্রাচীন এই কালীপুজোয়