TRENDING:

Century Old Kali Puja: বর্গী দস্যু ভাস্কর পণ্ডিতের নাম জড়িয়ে আছে ২৫০ বছরের প্রাচীন এই কালীপুজোয়

Last Updated:

Century Old Kali Puja: কার্তিকী অমাবস্যায় মায়ের পুজোর জন্যে অপেক্ষা করে থাকেন বহু মানুষ। পুজোর প্রথম দিনে ঘটের নিরঞ্জন হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সোনামুখী,বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: বাঁকুড়া জেলার প্রাচীনতম শহর সোনামুখী। এই শহরকে বলা হয় ‘কালীর শহর’। আর কয়েকদিন পরেই সোনামুখীবাসী মেতে উঠবেন কালীপুজোয়। গোটা শহরের অন্যতম বড় পুজো হল “মাইত কালী” মায়ের পুজো। আনুমানিক ১৭৪২ খ্রিস্টাব্দে মারাঠা সেনাপতি তথা বর্গীদস্যু ভাস্কর পণ্ডিত লুঠপাট চালাতে সোনামুখীতে আসেন। বর্তমান বিরাট মন্দির তখন তালপাতার কুটির ছিল। দিনের আলোয় পর্যন্ত এখানে মানুষ আসতে ভয় করতেন।
advertisement

কথিত, ভাস্কর পণ্ডিত নিজের খাঁড়াগুলি মন্দিরেই রেখে যান পুজোর জন্যে। কার্তিকী অমাবস্যায় মায়ের পুজোর জন্যে অপেক্ষা করে থাকেন বহু মানুষ। পুজোর প্রথম দিনে ঘটের নিরঞ্জন হয়। সেই ঘটের জলে স্নান করতে দূরদূরান্ত থেকে ভক্তের সমাগম হয়। তৃতীয় দিনে ১০-১৫ হাজার মানুষের নরনারায়ণ সেবা হয়।

আরও পড়ুন : এই মহাশ্মশানে অমানিশায় তন্ত্র মতে এবং শাস্ত্রমতে পূজিত হন ডাকাতকালী এবং শ্মশানকালী

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রুপোর মুকুট, স্বর্ণালঙ্কারে সজ্জিত দেবী, ২৫০ বছরের প্রাচীন কালীপুজোর রোমহর্ষক কাহিনী জানুন
আরও দেখুন

চতুর্থ দিন নগর পরিক্রমা এবং পঞ্চম দিন পল্লীবাসীরাই হাতে করে মাকে মন্দির প্রাঙ্গণে নামান। কোচডিহি থেকে ৪২ জন বেহারা আসেন এবং মাকে কাঁধে করে খালিপায়ে গোটা সোনামুখী শহর পরিক্রমা করেন এই ৪০ জন বেহারা। পরের দিন বিসর্জন করা হয় মাইত মাকে। প্রায় ৫০০-৭০০ বছরের পুরোনো এই কালীপুজো। পুজোর সপ্তাহখানেক আগে ইতিহাস তুলে ধরা হল।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Century Old Kali Puja: বর্গী দস্যু ভাস্কর পণ্ডিতের নাম জড়িয়ে আছে ২৫০ বছরের প্রাচীন এই কালীপুজোয়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল