স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে জেলা পরিষদের দেওয়ালে বেশ কয়েকটি পোস্টার দেখা যায়। পোস্টারের একেবারে ওপরে লেখা ২২ এপ্রিল কমরেড লেলিনের নামে তাদের শপথ। এরপর লেখা, ফ্যাসিবাদকে গুড়িয়ে দাও। শ্রমিক, কৃষকরাজ বানাও। ঘরে ঘরে বেকার, বাজারে আগুন, ইভিএম ছুড়ে ফেলে এ বার জাগুন। সংখ্যালঘু জনগন বাঁচাতে তাদের মান ও প্রান দিচ্ছি দেব অস্ত্রে শান। সরকার বদল পণ্ডশ্রম, বিপ্লবীরাই ওদের যম।
advertisement
আরও পড়ুনঃ আজই স্বস্তির বৃষ্টির ইতি? কাল থেকেই তাপপ্রবাহে পুড়বে বাংলা? অবশেষে মেগা আপডেট দিল হাওয়া অফিস
পোস্টারের শেষে লেখা মার্কসবাদী লেলিনবাদী মাওবাদী সংগঠন। স্থানীয় ব্যবসায়ী বিপ্লব দাস বলেন, এ দিন বেশ কিছু বিতর্কিত লেখার পোস্টার দেখা যায়। অনেক উৎসাহী মানুষ তা দেখতে ভিড় জমান। পরে অবশ্য সেগুলি ছিঁড়েও ফেলা হয়। এ প্রসঙ্গে জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নারায়ণ গোস্বামী বলেন, এ নিয়ে আতঙ্কের কিছু নেই। কেউ বা কারা রাতের অন্ধকারে কাপুরুষের মতো এই ঘটনা ঘটাচ্ছে। এতে জনমানসে কিছুই প্রভাব পড়বে না।
উল্লেখ্য, চলতি মাসের ২১ তারিখ হৃদয়পুর স্টেশনের এক নম্বর প্লাটফর্মে একই ধরনের পোস্টার দেখা যায়। তার আগে খড়দহেও এই পোস্টার পড়তে দেখা গিয়েছিল।
জিয়াউল আলম