চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের আউশগ্রামের তকিপুর গ্রামে৷ প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, খাবারে বিষক্রিয়া থেকেই এই ঘটনা ঘটেছে৷
জানা গিয়েছে, খাদ্যে বিষক্রিয়ার কারণে পাঁচ জন পুলিশকর্মী সহ মোট ১৭ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷ অসুস্থদের গুসকরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।পরে তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
advertisement
স্থানীয় সূত্রে খবর, শনিবার মেলায় আসা এক দোকানির মৃত্যু হয়৷ গতকাল সন্ধ্যায় গ্রামের ভিতরেই ওই দোকানির দেহ পড়ে থাকতে দেখা যায়৷ এর পর একে একে অসুস্থ হয়ে পড়েন মেলায় নিরাপত্তার দায়িত্বে থাকা পাঁচ জন পুলিশকর্মী এবং আরও বেশ কয়েকজন দোকানদার৷
অভিযোগ, রেখা মিত্র নামে গ্রামেরই এক বাসিন্দার বাড়িতে খাবার খাওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন ডিউটিতে থাকা পুলিশকর্মী সহ মেলার দোকানীরা। মিত্র বাড়ির গৃহকর্ত্রী রেখা মিত্র অবশ্য দাবি করেন, ‘আমাদের বাড়ির খাবার খেয়ে কেউ অসুস্থ হয় নি।আর যে মারা গেছে সে আমাদের বাড়িতে খায়নি।’ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ খাবারের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে৷
