পার্থ চট্টপাধ্যায়ের গ্রেফতারি ও টাকা উদ্ধার কাণ্ডে যখন রাজ্য রাজনীতি উত্তাল, বিরোধীরা রাজ্য জুড়ে এই ইস্যুকে সামনে রেখে নিজেদের ঘর গুছোতে চাইছে, ঠিক তখনই গোপীবল্লভপুরের বিধায়ক ডাক্তার খগেন্দ্র নাথ মাহাতর হাত ধরে প্রায় ১৫০টি পরিবার বিজেপি, সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করল।
আরও পড়ুন: গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়, ঢ্যাঁড়া পেটাচ্ছ এসএফআই! শহরে ফিরল সেই পুরনো দিন
advertisement
পার্থ চট্টোপাধ্যায়ের ঘটনায় যে জঙ্গল মহলে কোনো প্রভাব ফেলেনি, তার জ্বলন্ত উদাহরণ এই যোগদান। যোগদানকারীদেরও বক্তব্য, জঙ্গলমহল তথা রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রী যে উন্নয়ন ঘটিয়েছেন, তা আাগে কখনও হয়নি। আর যে খারাপ কাজ করবে, দায় তার। তাঁর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। এতে উন্নয়নে কোনও বাঁধা পড়বে না।
তাই তাঁর যোগ্য পথপ্রদর্শক ডাক্তার খগেন্দ্র নাথ মাহাতর হাত ধরে, অন্যান্য দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে আজ যোগদান করলেন অনেকে। যোগদানকারীদের আরও বক্তব্য, এই পরিস্থিতি বিজেপি অনেকদিন ধরেই তৈরী করতে চাইছিল, যাতে উন্নয়ন বাধাপ্রাপ্ত হয়। তারই প্রতিবাদে আজ বিজেপি, সিপিএম ছেড়ে এলাকার উন্নয়নের স্বার্থে তৃণমূলে যোগদান করলেন তাঁরা।
---রাজু সিং