রবিবার সন্ধ্যে নাগাদ মেলা দেখতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যায় সে। এরপর সকালে তাঁর মৃত দেহ উদ্ধার হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, মৃতদেহের পাশেই পড়েছিল তাঁর পোশাক ও দাহ্য তেলের একটি বোতল। কীভাবে ওই মৃত্যু তা নিয়ে শুরু হয়েছে ব্যাপক জল্পনা।
আরও পড়ুন: প্রবল ঠান্ডার মধ্যে কলকাতায় নতুন এই বিপদ, সতর্ক করছেন পরিবেশবিদরা
advertisement
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে কিছু লোক প্রাতঃভ্রমণে বেরিয়ে মাঠের মধ্যে ঝোপের পাশে একটি পুড়ে যাওয়া মৃত দেহ দেখতে পায়। পাশেই পড়েছিল তাঁর পোশাক, দুটি খালি বোতল। প্রাথমিক ভাবে অনুমান, গায়ে তেল ছিটিয়ে আগুন ধরানো হয়েছে। কিন্তু ঠিক কোন কারণে এমন ঘটনা, তা এখনও স্পষ্ট হয়।
আরও পড়ুন: 'পঞ্চায়েতের আগে হোমগার্ডের নামে ক্যাডার ঢোকাচ্ছে তৃণমূল', তোপ শুভেন্দুর
খবর পেয়ে এগরা থানার পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। সেই সঙ্গে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় পুলিশে কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি বলেই জানা গেছে।