বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা থেকে শুরু করে সরকারি উদ্যোগে চলে এই কাজ। তবে বেশ কয়েক বছর ধরে ম্যানগ্রোভের প্রাচীর ঝড় আটকানোর পর থেকে এই ম্যানগ্রোভ রোপণ কর্মসূচি আরও বেড়েছে।
এ বছর সুন্দরবন লাগোয়া সবক’টি ব্লকে সমগ্র বর্ষাকাল জুড়ে এই কাজ চলবে। এই কাজে অংশ নেবে মহিলারাও। মহিলাদের এই অংশগ্রহণ এই কাজকে আরও স্থায়ীত্ব দেবে।
advertisement
ইতিমধ্যে পাথরপ্রতিমা ব্লকের বকচোরা নদীর চরে, মথুরাপুর ২ নং ব্লকের নন্দকুমারপুরে এই কাজ চলছে। মহিলাদের অংশগ্রহণ করা নিয়ে এই কাজের কো-অর্ডিনেটর ননীগোপাল ত্রিপাঠি জানান, এই কাজটি খুবই ভাল উদ্যোগ। আগামীদিনে এর প্রভাব পড়বে পরিবেশে। যা খুবই ভাল হবে।
এই কাজে অংশগ্রহণকারী মহিলারা জানান, ম্যানগ্রোভের চারার জন্য নার্সারি তৈরি করা হয়। তবে সেই নার্সারিতে সব চারা পাওয়া যায়না। তখন এই চারাগুলি সংগ্রহ করতে হয়। চারাগুলি সংগ্রহ করার আরও একটি কারণ হল, যেখানে এই ম্যানগ্রোভ গাছ রোপণ করা হয় সেখানে এর প্রাচুর্য থাকে। গাছগুলিও বিভিন্ন ধরণের হয়। ফলে গাছের খুব একটা ক্ষতি হয়না।