সুরজ রহমান বর্তমানে কাটোয়া সংশোধনাগারে আছে। ২৩ অক্টোবর কাটোয়া সংশোধনাগারে সুরজের টি আই প্যারেড হয়েছে। খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র কোথায় আছে এবং খুনের সুপারি কে দিয়েছিল, কত টাকা সে পেয়েছিল সেসব জানতেই সুরজকে সিআইডি নিজেদের হেফাজতে নিতে চাইছে বলে সূত্র মারফত খবর মিলেছে।
আরও পড়ুন-স্কুল খুলছে বাংলায়, এই শর্তগুলি মানতে চলেছে রাজ্য
advertisement
গত ১৮ অক্টোবর তামিলনাড়ুর নিউ মানালি থানার মানালি শহরের নব নির্মিত আবাসন থেকে সুরজকে গ্রেপ্তার করে সিআইডি। বীরভূমের বোলপুর থানার ঘিদহের বাসিন্দা ওবায়েদুর রহমান ওরফে সুরজ রহমান নির্মাণ শ্রমিক হিসেবে নিউ মানালি থানা এলাকায় কাজ করছিল।
সিআইডি সূত্রে জানা গিয়েছে, ১২ জুলাই সিউর বাসস্ট্যান্ডের কাছে সুরজ রহমান টাকার বিনিময়ে অসীম দাসকে গুলি করেছিল। রাজু সেখ পাঁচ লাখ টাকায় সুপারি দিয়েছিল বলে জানা যায়। ২১ তারিখ কাটোয়া আদালতে যাওয়ার পথে সুরজ রহমান সংবাদমাধ্যমের কাছে অসীম দাস খুনে সে জড়িত এই কথা স্বীকার করে বলে যে সে ছাড়া আরও অনেকে এই খুনে জড়িত আছে। ভয় দেখিয়ে এই খুন করতে বাধ্য করা হয়েছিল বলে সুরজ রহমান দাবি করেছিল। তৃণমূল নেতা অসীম দাস খুনে এখনও পর্যন্ত মোট আট জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার সঙ্গে আর কারা কারাা জড়িত সে ব্যাপারেও এখন নিশ্চিত হতে চাইছে সিআইডি।
-শরদিন্দু ঘোষ