TRENDING:

Mongolkot Murder| মঙ্গলকোটে তৃণমূল নেতা খুনের সুপারি দিয়েছিল কে? এবার মূল অভিযুক্তকে জেরা

Last Updated:

কে বা কারা কী কারণে সুপারি কিলার নিয়োগ করে এই খুন করিয়েছে সেই রহস্যের উন্মোচনে এখন ব্যস্ত তদন্তকারীরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মঙ্গলকোট: মঙ্গলকোটের  তৃণমূল নেতা খুনে মূল অভিযুক্ত চেন্নাই থেকে  ধৃত ওবায়েদুর রহমান ওরফে সুরজ রহমানকে দশ দিন নিজেদের হেফাজতে চাইলো সিআইডি। সোমবার সিআইডি  কাটোয়া মহকুমা  আদালতে এই আবেদন করল। এই খুনের ঘটনাকে কেন্দ্র করে রাজ্য জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ইতিমধ্যেই এই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই খুনের ঘটনায় সুপারি কিলার নিয়োগ করা হয়েছিল বলে একপ্রকার নিশ্চিত তদন্তকারী অফিসাররা। কে বা কারা কী কারণে সুপারি কিলার নিয়োগ করে এই খুন করিয়েছে সেই রহস্যের উন্মোচনে এখন ব্যস্ত তদন্তকারীরা।
মঙ্গলকোটে খুন হওয়া তৃণমূল নেতা অসীম দাস।
মঙ্গলকোটে খুন হওয়া তৃণমূল নেতা অসীম দাস।
advertisement

সুরজ রহমান বর্তমানে কাটোয়া সংশোধনাগারে আছে। ২৩ অক্টোবর কাটোয়া সংশোধনাগারে সুরজের টি আই প্যারেড হয়েছে। খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র কোথায় আছে এবং খুনের সুপারি কে দিয়েছিল, কত টাকা সে পেয়েছিল  সেসব জানতেই  সুরজকে  সিআইডি নিজেদের হেফাজতে নিতে চাইছে বলে সূত্র মারফত খবর মিলেছে।

আরও পড়ুন-স্কুল খুলছে বাংলায়, এই শর্তগুলি মানতে চলেছে রাজ্য

advertisement

গত ১৮ অক্টোবর তামিলনাড়ুর নিউ মানালি থানার মানালি শহরের নব নির্মিত আবাসন থেকে সুরজকে  গ্রেপ্তার করে সিআইডি। বীরভূমের বোলপুর থানার ঘিদহের বাসিন্দা ওবায়েদুর রহমান ওরফে সুরজ রহমান  নির্মাণ শ্রমিক হিসেবে নিউ মানালি থানা এলাকায় কাজ করছিল।

সিআইডি সূত্রে জানা গিয়েছে, ১২ জুলাই সিউর বাসস্ট্যান্ডের কাছে সুরজ রহমান টাকার বিনিময়ে অসীম দাসকে গুলি করেছিল। রাজু সেখ পাঁচ লাখ টাকায় সুপারি দিয়েছিল বলে জানা যায়।  ২১ তারিখ কাটোয়া  আদালতে যাওয়ার পথে  সুরজ রহমান সংবাদমাধ্যমের কাছে  অসীম দাস খুনে সে জড়িত এই কথা  স্বীকার  করে বলে যে সে ছাড়া  আরও অনেকে এই খুনে  জড়িত আছে।  ভয়  দেখিয়ে এই খুন করতে বাধ্য করা হয়েছিল বলে সুরজ রহমান দাবি করেছিল। তৃণমূল নেতা অসীম দাস  খুনে এখনও পর্যন্ত মোট আট জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার সঙ্গে আর কারা কারাা জড়িত সে ব্যাপারেও এখন নিশ্চিত হতে চাইছে সিআইডি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

-শরদিন্দু ঘোষ

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mongolkot Murder| মঙ্গলকোটে তৃণমূল নেতা খুনের সুপারি দিয়েছিল কে? এবার মূল অভিযুক্তকে জেরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল