TRENDING:

Mango Farming: যোগীর রাজ্যে পাড়ি বাংলার আমের, চাহিদা পূরণ নিয়ে চিন্তায় চাষিরা

Last Updated:

Mango Farming: প্রতিবছর বিহার, উত্তরপ্রদেশ, চেন্নাই, দিল্লি সহ অন্যান্য রাজ্যে হুগলি থেকে পাড়ি দেয় এ রাজ্যের আম। কিছুটা হলেও লাভের মুখ দেখতে পান হুগলির চাষিরা। তবে এই বছর ফলন কম হ‌ওয়ায় ছবিটা অন্যরকম

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: বিগত বছরের তুলনায় এই বছর আমের ফলন তুলনামূলকভাবে অনেকটাই কম। যদিও বাংলায় উৎপাদিত আম প্রতি বছর নিয়ম করে রফতানি হয় ভিন রাজ্যে। ফলন কম থাকলেও যথারীতি চাহিদা রয়েছে তুঙ্গে। ইতিমধ্যেই যোগীর রাজ্যে গিয়ে পৌঁছেছে এই রাজ্যের আম। হুগলির পোলবা থেকে আম রফতানি হচ্ছে অন্য বছরের তুলনায় বেশি দামে। তবে ফলন অস্বাভাবিকভাবে কম হওয়ায় চাহিদা পূরণ করা সম্ভব হবে না বলে জানাচ্ছেন আম চাষি ও ব্যবসায়ীরা।
advertisement

মালদহের পর বেশি আম চাষ হয় এ রাজ্যের হুগলিতে। ব্যান্ডেল, সুগন্ধা, চুঁচুড়া, গোটু সহ বিস্তীর্ণ এলাকায় আমের বাগান রয়েছে। গত কয়েক বছরের তুলনায় এ বছরে আমের ফলন খুব একটা ভাল হয়নি। প্রতিবছর বাগান মালিকদের কাছ থেকে লিজ নিয়ে আম চাষ করেন চাষিরা। ল্যাংড়া, হিমসাগর, বোম্বাই সহ বিভিন্ন প্রজাতির আম খেতে সুস্বাদু। আর সে কারণেই প্রতিবছর বিহার, উত্তরপ্রদেশ, চেন্নাই, দিল্লি সহ অন্যান্য রাজ্যে হুগলি থেকে পাড়ি দেয় এ রাজ্যের আম। কিছুটা হলেও লাভের মুখ দেখতে পান হুগলির চাষিরা। তবে এই বছর আমের ফলন কম ও চাহিদা বেশি থাকায় অন্যান্য রাজ্যে তেমন একটা রফতানি করা সম্ভব হচ্ছে না। আমের মুকুল আসার সময় বৃষ্টির দেখা মেলেনি। তীব্র গরমে অসময়ে ঝরে পড়েছে আমের মুকুল। তার উপর বেড়েছে ওষুধ ও শ্রমিকের খরচ। অধিকাংশ চাষি যারা বাগান লিজ নিয়ে চাষ করেছেন, তাঁরা এই বছর আম চাষে লাভের মুখ দেখতে পাবে না বলেই মনে করছেন চাষিরা। সামনেই রয়েছে জামাইষষ্ঠী। তার আগে জামাইদের পাতে আম দিয়ে আপ্যায়ন করাটাই শাশুড়িদের কাছে অনেকটাই খরচ সাপেক্ষ।

advertisement

আরও পড়ুন: সরকারি আধিকারিকের হাত ধরে কৃষিতে বিপ্লব, চাষের খরচ ও খাটনি এক ধাক্কায় কমে গিয়েছে

ব্যবসায়ী তাপস পাল জানান, গত বছরের তুলনায় আবহাওয়ার জন্য এ বছরে ফলন অনেক কম। যারা বাগান নিয়ে চাষ করেছে তাঁদের অনেকের গাছে ফলন হয়নি। গাছপাকা হিমসাগর পাইকারি দরে বিক্রি হচ্ছে ৮০- ৮৫ টাকা। গটু বাজারে অন্যান্য বছর ১০০ টা গাড়ি লোড করা হয়, কিন্তু এ বছর ৮ থেকে ১০ টা করে গাড়ি লোড করা হচ্ছে। এ বছর ৮ থেকে ১০ টন করে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে, অন্যান্য বছরের তুলনায় যা মাত্র দশ শতাংশের আশেপাশে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

রাহী হালদার

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mango Farming: যোগীর রাজ্যে পাড়ি বাংলার আমের, চাহিদা পূরণ নিয়ে চিন্তায় চাষিরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল