TRENDING:

East Bardhaman News: পূর্ব বর্ধমানের আম চাষে আশঙ্কার মেঘ! আবহাওয়া ও বাজারই এখন ভরসা

Last Updated:

আমের ফলন কম, অন্যদিকে ঝড় জলের আশঙ্কা। সবমিলিয়ে আম চাষে ক্ষতি হবে সেই আশঙ্কায় গ্রাস করেছে পূর্বস্থলীর আম চাষিদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: বাংলার শস্য ভাণ্ডার নামে পরিচিত এই পূর্ব বর্ধমান জেলা। এখানকার বিস্তীর্ণ এলাকা জুড়ে ধান চাষ হয়। তবে জেলার বেশ কিছু জায়গায় আম চাষও হয়ে থাকে। সকলেই জানি যে মালদা এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় আমের চাষ সবথেকে বেশি হয়। তবে পূর্ব বর্ধমান জেলাতেও স্বল্প পরিমাণে আম চাষ হয়। জেলার পূর্বস্থলী ২ ব্লকে কিছু চাষি রয়েছেন যারা আম চাষের সঙ্গে যুক্ত রয়েছেন। আমের সিজেনে আম বিক্রি করেই তাঁদের রোজগার হয়। কিন্তু এবার সেই আম চাষিরাই রয়েছেন চিন্তায়!
advertisement

আমের ফলন কম, অন্যদিকে ঝড় জলের আশঙ্কা। সবমিলিয়ে আম চাষে ক্ষতি হবে সেই আশঙ্কায় গ্রাস করেছে পূর্বস্থলীর আম চাষিদের। তবে কী কারণে এবার ফলন কম হল ? কী বলছেন চাষিরা? চলুন জেনে নেওয়া যাক। এই প্রসঙ্গে আম চাষি ভাসান শেখ বলেন, “ফাল্গুন মাসে একটা বৃষ্টি হওয়ার কারণে অনেক মুকুল ঝরে গিয়েছে। আমের ফলনও অনেক কম হয়েছে। দাম ভাল থাকলে আমাদের কিছু লাভ হবে নাহলে পুরোটাই লোকসান।”

advertisement

“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

পূর্ব বর্ধমানের এই পূর্বস্থলীর আম রাজ্যের বিভিন্ন জেলা এমনকি জেলার বিভিন্ন বাজারে যায়। মাঝে মধ্যে ভিন রাজ্য থেকেও পাইকাররা আসেন আম কেনার জন্য। এক একজন চাষির বাগানে রয়েছে শতাধিক আম গাছ। হিমসাগর, ল্যাংড়া সহ আরও বিভিন্ন ধরনের আমের চাষ করে থাকেন চাষিরা। কিন্তু যদি ফলন ভাল না হয় , তাহলে কী হবে ! যদিও চাষিরা জানিয়েছেন গত বছরের তুলনায় ফলন তুলনামূলক বেশি।

advertisement

আরও পড়ুন : থাই কাঁঠাল চাষ করে রোজগার হচ্ছে লাখ লাখ টাকা!

তবে যদি আমের সঠিক দাম পাওয়া যায় তাহলেই চাষিরা বেশ কিছু টাকা উপার্জন করতে পারবেন। আর দাম কমে থাকলে সেই অর্থে কোনও লাভ হবেনা। আর কিছুদিন পর থেকেই গাছ থেকে আম পারা শুরু হবে। নানা প্রান্তের পাইকাররা এসে ভিড় জমাবেন আমের বাগানে। বর্তমানে চাষিরা চাইছেন যেন এবছর বাজারে আমের দাম ভাল থাকে।

advertisement

বনোয়ারীলাল চৌধুরী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: পূর্ব বর্ধমানের আম চাষে আশঙ্কার মেঘ! আবহাওয়া ও বাজারই এখন ভরসা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল