আমের ফলন কম, অন্যদিকে ঝড় জলের আশঙ্কা। সবমিলিয়ে আম চাষে ক্ষতি হবে সেই আশঙ্কায় গ্রাস করেছে পূর্বস্থলীর আম চাষিদের। তবে কী কারণে এবার ফলন কম হল ? কী বলছেন চাষিরা? চলুন জেনে নেওয়া যাক। এই প্রসঙ্গে আম চাষি ভাসান শেখ বলেন, “ফাল্গুন মাসে একটা বৃষ্টি হওয়ার কারণে অনেক মুকুল ঝরে গিয়েছে। আমের ফলনও অনেক কম হয়েছে। দাম ভাল থাকলে আমাদের কিছু লাভ হবে নাহলে পুরোটাই লোকসান।”
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন“
পূর্ব বর্ধমানের এই পূর্বস্থলীর আম রাজ্যের বিভিন্ন জেলা এমনকি জেলার বিভিন্ন বাজারে যায়। মাঝে মধ্যে ভিন রাজ্য থেকেও পাইকাররা আসেন আম কেনার জন্য। এক একজন চাষির বাগানে রয়েছে শতাধিক আম গাছ। হিমসাগর, ল্যাংড়া সহ আরও বিভিন্ন ধরনের আমের চাষ করে থাকেন চাষিরা। কিন্তু যদি ফলন ভাল না হয় , তাহলে কী হবে ! যদিও চাষিরা জানিয়েছেন গত বছরের তুলনায় ফলন তুলনামূলক বেশি।
আরও পড়ুন : থাই কাঁঠাল চাষ করে রোজগার হচ্ছে লাখ লাখ টাকা!
তবে যদি আমের সঠিক দাম পাওয়া যায় তাহলেই চাষিরা বেশ কিছু টাকা উপার্জন করতে পারবেন। আর দাম কমে থাকলে সেই অর্থে কোনও লাভ হবেনা। আর কিছুদিন পর থেকেই গাছ থেকে আম পারা শুরু হবে। নানা প্রান্তের পাইকাররা এসে ভিড় জমাবেন আমের বাগানে। বর্তমানে চাষিরা চাইছেন যেন এবছর বাজারে আমের দাম ভাল থাকে।
বনোয়ারীলাল চৌধুরী