পূর্বস্থলী-২ ব্লকে বেশ কিছু আম চাষি রয়েছেন। দীর্ঘদিন ধরে তাঁরা আম চাষ করে আসছেন। এক একজন চাষির অধীনে প্রায় এক হাজারেরও বেশি আম গাছ রয়েছে। এই পূর্বস্থলী এলাকার আম পাড়ি দেয় রাজ্যের বিভিন্ন প্রান্তে। বিহার সহ অন্যান্য রাজ্যের পাইকাররা এসে এখানকার আম চাষিদের থেকে আম কিনে নিয়ে যায়। সেরকমই এবারও ভিন রাজ্য থেকে পাইকাররা আম কেনার জন্য আসছেন।
advertisement
আরও পড়ুন: যেন ভুতুড়ে বাড়ি! স্বাস্থ্যকেন্দ্রে এসে রোগ সারার বদলে …
তবে এবার আম কিনতে এসে হতাশ হয়ে ফিরে যেতে হচ্ছে পাইকারদের। কারণ গত বছরের তুলনায় এবার ফলন একেবারে কম হয়েছে। স্বভাবতই আমের ফলন কম হওয়ায় ব্যাপক চিন্তায় রয়েছেন পূর্বস্থলী এলাকার আম চাষিরা। এই প্রসঙ্গে আম চাষি বিশ্বনাথ বিশ্বাস বলেন, অন্যান্য বছর আমের ফলন ভাল হয়। কিন্তু এবছর আমের ফলনই নেই। আমাদের এই এলাকায় ল্যাংড়া, হিমসাগর, মুম্বাই সহ আরও বিভিন্ন ধরনের আম পাওয়া যায়। কিন্তু এবছর আমের সাইজও ছোট, শুধুমাত্র কিছু কিছু গাছে ফলন হয়েছে।
বনোয়ারীলাল চৌধুরী