তবে কি কারণে আম কেনার জন্য এজেন্টরা আসছেন না? এই বিষয়ে আম চাষি মিলন দাস জানিয়েছেন, “বাইরের এজেন্টদের দেখা পাওয়া যাচ্ছে না। মনে হয় যুদ্ধ আবহের জন্যই এই অবস্থা। আমরা খুবই সমস্যায় আছি। আগের মত আম বিক্রি হচ্ছে না।” বাইরের দেশে আম রফতানি বন্ধ হয়ে যাওয়ার কারণে বিপাকে পড়েছেন পূর্বস্থলীর পলাশপুলি এলাকার আম চাষিরা। চাষিদের কথায়, এজেন্টদের কাছে আম বিক্রি করে তাঁরা ভাল টাকা উপার্জন করতে পারতেন।
advertisement
আরও পড়ুন: সাফল্যের শিখরে পৌঁছেও অভাবের লড়াই! এশিয়ান গেমসের পথে কালনার সাথী মণ্ডল
কিন্তু সেই পরিস্থিতি বা সুযোগ এখন আর নেই। অল্প দামের মধ্যেই তাঁদের স্থানীয় বাজারে এবং কিছু বাইরের পাইকারদের কাছে আম বিক্রি করে দিতে হচ্ছে। এই বিষয়ে আর এক আম চাষি জানিয়েছেন, “আম বাইরে যাচ্ছে তবে অল্প পরিমাণে। আগের মত এজেন্টদের দেখা মিলছে না। ফলনও কম হয়েছে, চিন্তায় আছি আমরা।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
চাষিরা জানিয়েছেন, এবছর ফলনও তুলনামূলক অনেকটাই কম হয়েছে। অন্যদিকে লেবারদের মজুরি বেশি এবং আমের দামও খুব বেশি পাওয়া যাচ্ছে না। সবমিলিয়ে আম চাষ করে এবার সমস্যায় পড়েছেন জেলার বেশ কিছু আম চাষি।
বনোয়ারীলাল চৌধুরী