TRENDING:

East Bardhaman News: না যাচ্ছে বিদেশ, না দেখা মিলছে এজেন্টদের! আম চাষ করে চরম বিপাকে বিপুল সংখ্যক চাষিরা

Last Updated:

পূর্বস্থলীর পলাশপুলি এলাকাতে বেশ কিছু আম চাষি রয়েছেন। তাঁরা এজেন্ট মারফত বিদেশে আম পাঠাতেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীর আমের যে সুনাম রয়েছে তা আগেই জেনেছি। এখানকার আম বিদেশেও পাড়ি দেয়। এখনও এই জায়গা থেকে আম বিদেশ যাচ্ছে। তবে অন্যান্য বছর যেভাবে আম বাইরে পাড়ি দিত সেভাবে এখন আর যাচ্ছে না। পূর্বস্থলীর পলাশপুলি এলাকাতেও বেশ কিছু আম চাষি রয়েছেন। তাঁরাও এজেন্ট মারফত বিদেশে আম পাঠাতেন। কিন্তু এবছর আর এজেন্টদের সেভাবে দেখা পাওয়া যাচ্ছে না বলেই জানাচ্ছেন চাষিরা।
advertisement

তবে কি কারণে আম কেনার জন্য এজেন্টরা আসছেন না? এই বিষয়ে আম চাষি মিলন দাস জানিয়েছেন, “বাইরের এজেন্টদের দেখা পাওয়া যাচ্ছে না। মনে হয় যুদ্ধ আবহের জন্যই এই অবস্থা। আমরা খুবই সমস্যায় আছি। আগের মত আম বিক্রি হচ্ছে না।” বাইরের দেশে আম রফতানি বন্ধ হয়ে যাওয়ার কারণে বিপাকে পড়েছেন পূর্বস্থলীর পলাশপুলি এলাকার আম চাষিরা। চাষিদের কথায়, এজেন্টদের কাছে আম বিক্রি করে তাঁরা ভাল টাকা উপার্জন করতে পারতেন।

advertisement

আরও পড়ুন: সাফল্যের শিখরে পৌঁছেও অভাবের লড়াই! এশিয়ান গেমসের পথে কালনার সাথী মণ্ডল

কিন্তু সেই পরিস্থিতি বা সুযোগ এখন আর নেই। অল্প দামের মধ্যেই তাঁদের স্থানীয় বাজারে এবং কিছু বাইরের পাইকারদের কাছে আম বিক্রি করে দিতে হচ্ছে। এই বিষয়ে আর এক আম চাষি জানিয়েছেন, “আম বাইরে যাচ্ছে তবে অল্প পরিমাণে। আগের মত এজেন্টদের দেখা মিলছে না। ফলনও কম হয়েছে, চিন্তায় আছি আমরা।”

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

চাষিরা জানিয়েছেন, এবছর ফলনও তুলনামূলক অনেকটাই কম হয়েছে। অন্যদিকে লেবারদের মজুরি বেশি এবং আমের দামও খুব বেশি পাওয়া যাচ্ছে না। সবমিলিয়ে আম চাষ করে এবার সমস্যায় পড়েছেন জেলার বেশ কিছু আম চাষি।

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

বনোয়ারীলাল চৌধুরী

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: না যাচ্ছে বিদেশ, না দেখা মিলছে এজেন্টদের! আম চাষ করে চরম বিপাকে বিপুল সংখ্যক চাষিরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল