বনকর্মীরা গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে তল্লাশি অভিযান চালিয়ে ৪৫ টি অলিভ রিডলে সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করে। একজনকে গ্রেফতার করা হয়েছে।ঘটনার তদন্ত চলছে।সূত্রের খবর এছাড়াও প্রচুর মৃত কচ্ছপও উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।বেআইনি এই কারবারে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছে সুবিমল জানা নামে এক ব্যক্তি।স্থানীয় দেউলিবাংলার বাসিন্দা তিনি।
advertisement
আরও পড়ুন : মা পেশায় রাঁধুনি, তাঁর আশৈশব দৃষ্টিহীন সন্তান অভাবকে সঙ্গী করেই গবেষণা করছেন ভারতীয় বিদেশনীতি নিয়ে
স্থানীয় খটি মৎস্যজীবীরা জানান, ধৃত সুবিমল জানা কচ্ছপ কারবারের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত। ভুটভুটি কিংবা নৌকার জালে জড়ানো কচ্ছপ স্থানীয় মৎস্যজীবীদের কাছ থেকে সস্তায় কিনে বিক্রি করতেন তিনি। তবে এই এতো বেশি সংখ্যক কচ্ছপ কীভাবে, কোথা থেকে এল, সে ব্যাপারে তেমন কোনও তথ্য পাওয়া যায়নি স্থানীয়দের থেকে। বন দফতরের তদন্তকারীরা ধৃতকে হেফাজতে নিয়ে এই ঘটনার সূত্র খোঁজার চেষ্টা করছেন।স্থানীয়দের অভিযোগ, নজরদারির অভাবের জন্য এতগুলি কচ্ছপ শিকারের পর মজুত করা হয়েছিল।
(প্রতিবেদন : পঙ্কজ দাশরথি)