মৃতের নাম লাবনী দাস। বয়স ২৩ বছর। তিনি চাকদহ কলেজের তৃতীয় বর্ষের ইতিহাসে অনার্সের ছাত্রী। পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যা ছ’টা চল্লিশ মিনিটে তাহেরপুর থেকে ব্যারাকপুরে দিদির বাড়িতে যান, দিদিকে শ্বশুর বাড়িতে পৌঁছে দিতে। শুক্র ও শনিবার রাত কাটিয়ে রবিবার সকাল ৭:৩০ নাগাদ সোদপুরে বিউটি পার্লারে কাজ করতে যাওয়ার নাম করে দিদির বাড়ি থেকে বের হন।
advertisement
আরও পড়ুন: জি-২০ সম্মেলনে চিনের রহস্যময় সেই ব্যাগ! তল্লাশি করতে না দিয়ে পাঠিয়ে দেওয়া হয় চিনা দূতাবাসে
এরপর সন্ধ্যার পর থেকে লাবনীকে ফোন করা হলে ফোন বন্ধ আছে শোনায়। এরপর ওইদিনই তাহেরপুর থানায় নিখোঁজ ডায়েরি করেন পরিবার। আজ সকালে জানতে পারেন মন্দারমণিতে বিবস্ত্র অবস্থায় উদ্ধার হওয়া ওই তরুণীর দেহ নদিয়ার তাহেরপুরের লাবনী দাসের।
আরও পড়ুন: এবার পুজোর কেনাকাটায় খুব সাবধান, না জানলে বড় বিপদে পড়বেন!
পরিবারের দাবি, মেয়েকে অপহরণ করে খুন করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত পরিবারের পক্ষ থেকে লিখিত কোনও অভিযোগ হয়নি। তবে কী কারণে ওই ছাত্রী মন্দারমনিতে গিয়েছিলেন কেনইবা বিবস্ত্র অবস্থায় তার দেহ সমুদ্র সৈকতে পড়ে থাকল, গোটা বিষয় তদন্ত শুরু করেছে পুলিশ।