নিম্নচাপের বৃষ্টিও শুরু হয়েছিল সেই সময়। দুপুরে স্নানে নেমেই সবশেষ। সমুদ্রের ঢেউয়ে তলিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। তাঁর নাম নাভেদ আখতার (২৮)। এ ছাড়াও সমুদ্রস্নানে নেমে দুই যুবক নিখোঁজ হয়ে যান। তাঁদের নাম ওসামা আহেত এবং আতিফ হায়দর।
আরও পড়ুন: কৌশিকী অমাবস্যায় জনপ্লাবন তারাপীঠে, অথচ ফাঁকা সব হোটেল! জানা গেল আশ্চর্য এক কারণ
advertisement
সমুদ্র থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয় সিদ্ধার্থ সাহা এবং শেখ আব্দুস নামে দুই যুবককে। পুলিশের দাবি, কলকাতার তালতলা এলাকার বাসিন্দা প্রত্যেকেই। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধারকাজ। তাঁদের মধ্যে একজনকে উদ্ধার করা হয়।
আরও পড়ুন: আজ নরেন্দ্র মোদির জন্মদিন, দেশবাসীকে ‘যশোভূমি’ উৎসর্গ প্রধানমন্ত্রীর
তড়িঘড়ি তাঁকে রামনগরের বড়রাংকুয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক তাঁকে মৃত বলে জানান। ওই পাঁচ বন্ধু মদ্যপান করে সমুদ্রে নেমেছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।