জানা যায়, বিষ্ণুপুর থানার রসপুঞ্জের বাসিন্দা শেখ শাহরুখ তার প্রেমিকাকে নিয়ে মঙ্গলবার ডায়মন্ড হারবার ঘুরতে আসে। এরপ রেই প্রেমিকাকে লক্ষ্য করে প্রকাশ্য রাস্তায় অ্যাসিড ছুড়ে মারেওই যুবক।
আরও পড়ুন: গুজরাতেও ন্যানো ব্যর্থ, সিঙ্গুরে কেন টাটাকে ক্ষতিপূরণ? প্রশ্ন তুলল সিপিআইএমএল
ঘটনার জেরে ওই তরুণী ছাড়াও হামলাকারী যুবকও আহত হয়ক। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে দু জনকে উদ্ধার করে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ।
advertisement
পুলিশ সূত্রে জানা যায়, আক্রান্ত মহিলা মুর্শিদাবাদের বাসিন্দা{ বেশ কিছুদিন ধরে অভিযুক্ত যুবকের সঙ্গে লিভ ইন সম্পর্কে ছিলেন তিনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে শেখ শাহরুখ জানিয়েছে, সম্প্রতি সে জানতে পারে তার প্রেমিকার একাধিক সম্পর্ক রয়েছে৷ সেই রাগেই প্রেমিকার উপরে এ দিন হামলা চালায় সে৷
পুলিশকে অভিযুক্ত যুবক জানিয়েছে, প্রেমিকার উপরে হামলা করার প্রস্তুতি নিয়েই মঙ্গলবার ডায়মন্ড হারবারে এসেছিল সে৷ সেই মতো অ্যাসিডও জোগাড় করে এনেছিল৷ আক্রান্ত তরুণীর সঙ্গে কথা বলে তাঁর বাড়িতেও খবর দেওয়ার চেষ্টা করছে পুলিশ৷