গোডাউনে চটের বস্তা মজুত থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সমস্যা হয়। তবে দমকলের তিনটে ইঞ্জিন ও পুলিশ আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। রবিবার সকাল পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। ওই গোডাউনের মধ্যে থাকা অরবিন্দ সাউ নামে ৫৫ বছর বয়সী এক কর্মী আগুনে পুড়ে মারা যান। তার গোটা শরীর আগুনে ঝলসে গিয়েছে, তার বাড়ি বাঁকুড়া জেলায় বলে জানা গেছে ।
advertisement
কী কারণে আগুন লেগেছে তা খতিয়ে দেখার জন্য দমকলের পুলিশ ও দমকলের আধিকারিকরা আলাদাভাবে তদন্ত শুরু করেছে । তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন: 'কারা যেন এসে মৃতদেহ ফেলে গেল, তাই পাহারা দিচ্ছি', সাগরদিঘিতে মারাত্মক রক্তাক্ত রহস্য!
ঝাড়গ্রাম থানার পুলিশ মৃত অরবিন্দ সাউয়ের দেহ উদ্ধার করে নিয়ে যায়। ওই গোডাউনের মালিক করমবির সাউ বলেন অরবিন্দ বিড়ি খেতেন সম্ভবত বিড়ির আগুনে ওই ঘটনাটি ঘটেছে। তবে পুলিশ সমস্ত কিছু খতিয়ে দেখার কাজ শুরু করেছে।
রাজু সিং





