TRENDING:

Hooghly mob lynching: 'জীবনটা শুরুর আগেই শেষ হয়ে গেল!' পাণ্ডুয়ায় নির্মম মারে মৃত্যু স্বামীর, হাহাকার অন্তঃসত্ত্বা স্ত্রীর

Last Updated:

এই নিয়ে গত চার দিনে গণপিটুনির শিকার হয়ে রাজ্যে পাঁচ জনের মৃত্যুর খবর সামনে এল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সোমনাথ ঘোষ, পাণ্ডুয়া: বাড়িতে অন্তঃসত্ত্বা স্ত্রী৷ আর সামান্য বচসার জেরে মারধরের কারণে মৃত্যু হল স্বামীর৷ নৃশংস এই ঘটনা ঘটেছে হুগলির পাণ্ডয়ায়৷ মৃত যুবকের নাম আশিস দলুই৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

গত বৃহস্পতিবার পাণ্ডুয়ার গমুকপাটি এলাকায় এই ঘটনা ঘটে৷ জানা গিয়েছে মনসা পুজোয় মাইক বাজানোকে কেন্দ্র করে অশান্তির জেরে গ্রামবাসীদের একাংশ আশিস দলুই নামে ওই যুবককে বেধড়ক মারধর করে৷ ঘটনায় গুরুতর আহত হন ওই যুবক৷

প্রথমে ওই যুবককে পাণ্ডুয়ায় এবং পরে চুঁচুড়়ার হাসপাতালে ভর্তি করা হয়৷ সেখান থেকে কল্যাণীর একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয় আশিসকে৷ অবস্থার অবনতি হওয়ায় ফলে শনিবার তাঁকে কলকাতার এনআরএস হাসপাতালে স্থানান্তরিত করা হয়৷ কলকাতায় নিয়ে আসার পথেই মৃত্যু হয় ওই যুবকের৷ এই ঘটনায় দু জনকে গ্রেফতার করেছে পাণ্ডুয়া থানার পুলিশ৷

advertisement

আরও পড়ুন: চোর সন্দেহে নির্মম মার, আরও দুই মৃত্যু! গণপিটুনি রোগ এবার ঝাড়গ্রাম, তারকেশ্বরে

ঘটনায় বাকরুদ্ধ আশিসের পরিবার৷ তাঁর স্ত্রী অপর্ণা বলেন, ‘জীবন শুরুর আগেই শেষ হয়ে গেল৷’ অশিসের দাদু নেপাল বাউল দাস বলেন, মনসা পুজোয় মাইক বাজানো নিয়ে বার বার অশান্তি হয়৷ কেউ প্রতিবাদ করলেই তাঁকে আক্রমণের মুখে পড়তে হয়৷ অভিযুক্তদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এই নিয়ে গত চার দিনে গণপিটুনির শিকার হয়ে রাজ্যে পাঁচ জনের মৃত্যুর খবর সামনে এল৷ গত শুক্রবার বউবাজারের একটি ছাত্রাবাসে মোবাইল চুরির সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ৷ এর পর সল্টলেক, ঝাড়গ্রাম, তারকেশ্বর থেকেও চোর সন্দেহে পিটিয়ে মারার ঘটনা সামনে আসে৷ সেই তালিকায় যুক্ত হন হুগলির পাণ্ডুয়ার এই ঘটনা৷

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly mob lynching: 'জীবনটা শুরুর আগেই শেষ হয়ে গেল!' পাণ্ডুয়ায় নির্মম মারে মৃত্যু স্বামীর, হাহাকার অন্তঃসত্ত্বা স্ত্রীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল