TRENDING:

West Bengal News: প্রেমের পরিণতি মৃত্যুতে, ভাঙড়ের এক মাসের আগের খুন সামনে নিয়ে এল ভয়ঙ্কর সত্য!

Last Updated:

West Bengal News: ত্রিকোণ প্রেমের জেরে যুবককে গুলি করে খুন ভাঙরে, ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত সহ প্রেমিকা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কল্যাণ মন্ডল, ভাঙড়: মাসখানেক আগে ভাঙড়ের একটি খাল থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছিল। ময়নাতদন্তের পর জানা গিয়েছিল ওই যুবককে গুলি করে খুন করা হয়েছে। প্রথমে যুবকের পরিচয় পাওয়া না গেলেও পরে জানা যায় মৃত যুবকের নাম সাদ্দাম মোল্লা (২৯)। তাঁর বাড়ি ভাঙড় থানার জালালাবাদ এলাকায়।
প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
advertisement

পুলিশ সূত্রে খবর, ভাঙড় থানার জালালাবাদ এলাকার বাসিন্দা সাদ্দাম মোল্লা রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করত। গত ২৪ সেপ্টেম্বর থেকে সাদ্দাম মোল্লা নিখোঁজ ছিল। তাঁর পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজ করে। যদিও তাঁর পরিবার এ বিষয়ে ভাঙড় থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেনি। তাঁর পরিবারের আশা ছিল ছেলে দু-চার দিনের মধ্যেই বাড়ি ফিরে আসবে। এই ঘটনার পর গত ২৭ সেপ্টেম্বর ভাঙড় থানার পাগলাহাটের কাছে ঘটকপুকুর কাটাখাল থেকে ওই যুবকের পচাগলা দেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় স্থানীয় নারায়ণপুর পঞ্চায়েতের এক সদস্য ভাঙড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তাঁদের এলাকায় অজ্ঞাত পরিচয় কোন যুবককে খুন করে ফেলে দিয়ে যাওয়া হয়েছে।

advertisement

আরও পড়ুন: এক কামড়েই সব শেষ! মৃত্যু চার বছরের শিশুকন্যার, ঘরের মধ্যেই লুকিয়ে ছিল বিষাক্ত ঘাতক

পুলিশ বিভিন্ন এলাকায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। এদিকে এই খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এরপরই মৃত অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির পরিবারের লোকজন ছেলের পোশাক দেখে তাঁকে শনাক্ত করে। পরে তাঁরা ভাঙড় থানায় যোগাযোগ করেন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে নিখোঁজ হওয়ার দিন ওই যুবক রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করে বাড়ি ফেরার পর কয়েকজন বন্ধু-বান্ধবের সঙ্গে বের হয়েছিল।

advertisement

আরও পড়ুন: দিল্লির ইডি দফতরে সুকন্যা, সায়গলের সামনে বসিয়ে চলছে জিজ্ঞাসাবাদ

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন

ঘটনার তদন্ত করতে গিয়ে ভাঙড় থানার পুলিশ জানতে পারে ওই যুবক কাঁকুড়গাছি এলাকার এক তরুণীকে ভালবাসত। সেই তরুণীর সঙ্গে আবার মৃতের এক বন্ধু মীর শফিক ওরফে হাসা আলীর বন্ধুত্ব ছিল। তাঁর প্রেমিকের সঙ্গে প্রেম করছে বন্ধু, এটা জানতে পেরে হাসা আলী গুলি করে খুন করে সাদ্দাম মোল্লাকে। পুলিশ মোবাইল সূত্র ধরে আলীকে গ্রেফতার করলে সে পুলিশের জিজ্ঞাসাবাদে সবকিছু স্বীকার করে। গতকাল রাতে তাকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে আজ বারুইপুর মহাকুম আদালতে পাঠানো হয়। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে বন্দুক উদ্ধার করার চেষ্টা করবে পুলিশ।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: প্রেমের পরিণতি মৃত্যুতে, ভাঙড়ের এক মাসের আগের খুন সামনে নিয়ে এল ভয়ঙ্কর সত্য!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল