জানা গিয়েছে, ছবিতা বিধবা ভাতা পেতেন। টাকা তুলেও আনতেন। আর সেই টাকা বার বারই চেয়ে নিত অনুপ। এ বারেও তাঁর টাকা জোর করে আদায় করতে চেয়েছিল অনুপ। কিন্তু মা সেই টাকা দিতে অস্বীকার করায় নিজের ঘরেই গলা টিপে শ্বাসরোধ করে খুন করে অনুপ। পরে বিকালের দিকে জানাজানি হতেই এলাকায় শোরগোল পড়ে যায়। স্থানীয় বাসিন্দারাই অভিযুক্ত ছেলে অনুপকে আটকে রেখে খানাকুল থানায় খবর দেয়। পুলিশ এসে বৃদ্ধার মৃত দেহ উদ্ধার করে। পাশাপাশি অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করে।
advertisement
আরও পড়ুন: 'আমি এখনও বেঁচে আছি!' নিজেকে জীবিত প্রমান করতে নথি নিয়ে প্রশাসনের দ্বারস্থ বৃদ্ধ
জানা গিয়েছে, অভিযুক্ত ছেলে বিবাহিত হলেও তার সঙ্গে স্ত্রীর ডিভোর্স হয়ে যায় বছর আড়াই আগে। অনুপ তার মায়ের সঙ্গেই থাকত। অনুপের দাদা আলাদা থাকেন। তিনি বাইরে কাজ করেন। ঘটনার পরে তার ভাইপো অমিত মাইতি ঠাকুমাকে খুনের অভিযোগ করেন। যদিও পুলিশের জেরায় অভিযুক্ত অনুপ ঘটনার কথা স্বীকার করেছে।
Bapan Santra
