লাইনে নয়, বাড়ির গেটে দাঁড়িয়ে আস্ত একখানা লোকাল ট্রেন। সেই ট্রেন দেখতে এখন জমছে ভিড়। হেঁয়ালি নয়, একেবারে সত্যি ঘটনা। হালিশহরে একটি বাড়ির গেট একেবারে লোকাল ট্রেনের মতো।
হালিশহরের ঘোষপাড়া রোড দিয়ে যাওয়ার সময় যদুনাথবাটি মাঝের পাড়ায় এই বাড়িটির গেটের দিকে এখন সবার নজর পড়ছে। আর নজর আটকেও যাচ্ছে সেই গেটের ডিজাইনে।
advertisement
আরও পড়ুন- সুফিয়ানের জাহাজ বাড়ি কি নিলামের পথে? তুমুল চাঞ্চল্য, নন্দীগ্রামে শুরু জোর তরজা
বাড়িটির সদর দরজা বানানো হয়েছে একেবারে লোকাল ট্রেনের আদলে।লোকাল ট্রেনের সামনে যেমন কাউ ক্যাচার, হেডলাইট, নেট উইন্ডো, হর্ন থাকে, এই গেটের সামনেও সেসব রয়েছে। দূর থেকে এক ঝলক দেখে লোকাল ট্রেন বলে ভুল হতে বাধ্য।
অনেকেই এখন হালিশহরের এই বাড়ি দেখতে যাচ্ছেন। তাজ্জব হয়ে যাচ্ছেন দেখে। ‘ট্রেন বাড়ি’ নামে পরিচিতি পেয়েছে এই বাড়ি। এই বাড়ির মেইন গেটের ছবি এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল।
লোহার গেটটি দেখতে একেবারে লোকাল ট্রেনের মতো। বাড়িটির মালিক অপূর্ব কুমার বালা। তিনি রেলের কর্মচারী। ১৯৮৮ সালে রেলের চাকরিতে যোগ দিয়েছিলেন। চাকরি থেকে অবসর নিতে তাঁর আর এক বছর বাকি।
ইস্টার্ন রেলওয়ের শিয়ালদা ডিভিশনে কর্মরত তিনি। লোকো পাইলট ছিলেন একটা সময়। এখন পদোন্নতি হয়ে তিনি লোকো ইন্সপেক্টর। ট্রেন, রেলের প্রতি তাঁর আবেগ চেনাশোনা সকলেরই জানা। সেই আবেগ থেকেই এমন ভাবনা। জানা গিয়েছে, তাঁর শ্যালক এমন গেটের ডিজাইন এঁকে দিয়েছিলেন তাঁকে। তার পর তিনি মিস্ত্রিদের সঙ্গে কথা বলেন।