স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সুরজিত কয়াল কর্মসূত্রে স্ত্রী ও ছেলেমেয়ে নিয়ে নদীয়ার তাহেরপুরের বারাসাত খ্রিষ্টান পাড়ায় থাকতেন। নিজের বাবা মা-কে দেখতে রায়দিঘির নগেন্দ্রপুর উত্তরপাড়ার বাড়িতে এসে বৃহস্পতিবার বৃদ্ধ বাবা মা এর জন্য বাড়ির সামনে গাছতলায় উনুনে রান্না করছিলেন তিনি।
আরও পড়ুন: 'আসল কথা বার করে ছাড়বেই', দিলীপ ঘোষের মন্তব্যে তোলপাড়! রেয়াত নয় কাউকে
advertisement
সেই সময় উনুনের ধোঁয়ায় গাছে থাকা মৌচাক থেকে একঝাঁক মৌমাছি এসে তাকে কামড়ে দেয়। ঘটনায় চিৎকার চেঁচামেচিতে প্রতিবেশীরা ছুটে এসে সুরজিত কয়ালকে উদ্ধার করে রায়দিঘী গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাকে চিকিৎসকেরা মৃত বলে জানায়। অন্যদিকে তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য ডায়মন্ড হারবার পুলিশ মর্গে পাঠায় রায়দিঘি থানার পুলিশ।
আরও পড়ুন: সকাল থেকে কলকাতা দাপাচ্ছে ইডি, হানা একের পর এক জায়গায়! সিল হল ফ্ল্যাট
বৃদ্ধ বাবা মা-কে দেখতে এসে মৌমাছির কামড়ে ছেলের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে এলাকায়।