আরও পড়ুন: শ্রীলঙ্কার রাষ্ট্রপতিকে মলদ্বীপে পালাতে সাহায্য করেছে ভারত? কী জানাল ভারতীয় হাইকমিশন?
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, মন্দারমণির তিন নম্বর ঘাটের কাছে স্নান করতে নামেন ঝাড়গ্রাম থেকে আসা যুবক-যুবতী। স্নানের শুরুতে দলের সঙ্গে থাকলেও পরে তাঁরা বন্ধুদের ছেড়ে একটু দূরে চলে যান৷ অন্যরা তাঁদের ফিরে আসার কথা বললেও সে ডাক তাঁরা শুনতে পাননি। সেই সময় সমুদ্রে ব্যাপক জলোচ্ছ্বাস শুরু হয়। আর তাতেই তলিয়ে যায় দুজনে। এই ঘটনার কথা চাউর হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। নুলিয়ারা এবং পুলিশ তল্লাশি শুরু করে। অনেকটা সময় পরে খোঁজ মেলে যুবকের। তাঁকে প্রথমে বালিসাই গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত যুবকের নাম প্রিতম সিট (২০)। বাড়ি ঝাড়গ্রাম জেলার কেশবদিঘি গ্রামে। নিখোঁজ যুবতীর নাম বৃষ্টি দাস (১৯)। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। পাশাপাশি নিখোঁজ যুবতীর খোঁজে জোরদার তল্লাশি চালাচ্ছে মন্দারমণি থানার পুলিশ।
advertisement
লাগাতার পর্যটকদের মৃত্যুর ঘটনায় পুলিশি নজরদারি নিয়েও প্রশ্ন উঠেছে। প্রতিবছরই সমুদ্র স্নানে নেমে পর্যটকদের মৃত্যুর ঘটনায় খবরের শিরোনামে উঠে আসে দিঘা-মন্দারমণি। তাতেই বাড়ছে উদ্বেগ।