অভিযুক্তের দাবি, তিনি মঙ্গলকোট থানার এএসআই পদে কর্মরত৷ যে গাড়িটি তিনি চালাচ্ছিলেন, সেটির সামনেও পুলিশ লেখা ছিল৷ গাড়িতে ওই পুলিশকর্মী ছাড়া একজন যুবতী ছিলেন৷ ওই পুলিশকর্মীর দাবি, যুবতী তাঁর বোন৷
আরও পড়ুন: মমতার বাড়ি দেখে হিংসা হয়েছিল, কেন? চলচ্চিত্র উৎসবে এসে ফাঁস করলেন সলমন
স্থানীয় সূত্রে দাবি, এ দিন সন্ধ্যায় শান্তিনিকেতনের সায়র বীথি পার্ক এলাকা দিয়ে যাচ্ছিল ওই গাড়িটি৷ আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেলকে ধাক্কা মারে গাড়িটি৷ মোটরবাইক চালককে উদ্ধার করতে ছুটে আসেন স্থানীয়রা৷ তখনই দেখা যায়, মদ্যপ অবস্থায় রয়েছেন গাড়ির চালক৷ প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই ব্যক্তি এতটাই নেশাগ্রস্ত ছিলেন যে ঠিক ভাবে কথাও বলতে পারছিলেন না৷ উল্টে নিজেকে মঙ্গলকোট থানার কর্তব্যরত অফিসার বলে দাবি করে তিনি স্থানীয়দেরই হুমকি দিতে থাকেন বলে অভিযোগ৷ এতেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে৷
advertisement
ওই ব্যক্তিকে আটক করে শান্তিনিকেতন থানায় খবর দেন এলাকার বাসিন্দারা৷ পুলিশ এসে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়৷ ওই ব্যক্তির সঙ্গে গাড়িতে এক যুবতী ছিলেন৷ তিনি বলেন, ‘আমি সম্পর্কে ওনার বোন হই৷ ওনাকে শান্তিনিকেতন ঘোরাতে নিয়ে এসেছিলাম৷ আমার বাড়িতে খবর দিয়েছি, পরিবারের লোকজন আসছে৷’
ওই পুলিশকর্মীর সঙ্গে থাকা গাড়িটিকেও থানায় নিয়ে যায় পুলিশ৷ তবে ওই ব্যক্তি সত্যিই মঙ্গলকোট অথবা অন্য কোনও থানায় কর্মরত কি না, তা খতিয়ে দেখছে শান্তিনিকেতন থানার পুলিশ৷