৬ অগাস্ট মেদিনীপুর শহর থেকে বেরিয়ে সড়কপথে ঝাড়গ্রাম যাবেন। ঝাড়গ্রাম যাবার পথে কয়েকটি এলাকা পরিদর্শন করে বিকেলে ঝাড়গ্রাম শহরে বাংলা ভাষা নিয়ে মিছিল করবেন। ৭ অগাস্ট অর্থাৎ বৃহস্পতিবার বিশ্ব আদিবাসী দিবস অনুষ্ঠানে যোগ দেবেন। বিশ্ব আদিবাসী দিবস অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সড়কপথে কলকাতা ফিরবেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন – Indian Railways: ট্রেনে যাচ্ছেন হঠাৎ মাথার ওপর আকাশ ভেঙে গেল, আপনার জন্য দারুণ পরিষেবা এনেছে ট্রেন
advertisement
এদিকে এর আগে এবারে শুরু বীরভূম দিয়ে। প্রশাসনিক ও রাজনৈতিক কর্মসূচীতে যোগ দেবেন তিনি। রাজ্যের মন্ত্রী ও বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির সদস্য চন্দ্রনাথ সিনহা জানান, রবিবার বিকেলে মুখ্যমন্ত্রী বীরভূমে আসছেন। সেদিন রাঙাবিতানে বিশ্রাম করবেন। ২৮ তারিখ অর্থাৎ সোমবার গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে প্রশাসনিক বৈঠকে জেলার উন্নয়নমূলক কাজকর্মের খতিয়ান দেখবেন। প্রশাসনিক বৈঠক শেষে বিরাট পদযাত্রা করবেন দেশ জুড়ে বাঙালিদের উপর অত্যাচারের প্রতিবাদে। ভাষা আন্দোলনের এই পদযাত্রা শুরু হবে টুরিস্ট লজ মোড় থেকে এবং শেষ হবে জামবুনি বাস স্ট্যান্ডে। এই পদযাত্রার কথা তিনি গত একুশে জুলাই মঞ্চ থেকেই ঘোষণা করেছিলেন। দীর্ঘ আড়াই কিলোমিটার পদযাত্রা শেষে বক্তব্য পেশ করবেন মুখ্যমন্ত্রী।