এখানেই শেষ নয়, মুখ্যমন্ত্রীর সংযোজন, ''এখানে আমি একটা ইন্ডাস্ট্রি হাব করতে চাই। আপনি জমি নিয়ে ফেলে রাখবেন সেটা কী করে হবে? আমি বলবো এখানেই একটা আইটিআই তৈরি করো। সবাইকে যে পিএইচডি হতে হবে, তার তো কোনো মানে নেই। অষ্টম শ্রেণি পাশও কাজে লাগে।''
বিরোধীরা যখন বাংলার বেকারত্ব, দুর্নীতি নিয়ে বারবার আক্রমণ শানাচ্ছে, এদিন তখন মুখ্যমন্ত্রী বলেন, '' সারা দেশে যখন বেকার বাড়ছে, আমি গর্বের সঙ্গে বলতে পারি বাংলায় কর্মসংস্থান বেড়েছে ৪৫ শতাংশ। ১ বছরেই ১ লক্ষ কোটি টাকার বিনিয়োগ হয়েছে। বিশ্ববঙ্গ শিল্প সম্মেলনকে কেন্দ্র করে ১৫ লক্ষ কোটি টাকার বিনিয়োগ হবে।''
advertisement
আরও পড়ুন: ধোপে টিকল না যুক্তি, আর্থিক বিষয়ে গ্রেফতার করতেই পারে ইডি! বিরাট রায় সুপ্রিম কোর্টের
এদিন হিন্দমোটরে গিয়েও অবশ্য মুখ্যমন্ত্রীর ভাষণে উঠে আসে সেই পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়দের প্রসঙ্গ। তবে, একটি বারের জন্যও নির্দিষ্ট ভাবে নাম নেননি মুখ্যমন্ত্রী। তবে, এদিন একাধারে তিনি যেমন বলেছেন, আইনে কেউ দোষী প্রমাণিত হলে শাস্তি পাবেই, তেমনই সুর চড়িয়েছেন কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে।
আরও পড়ুন: এজেন্সির নাম করে টাকা লুঠ! বিস্ফোরক অভিযোগ মমতার, মনে পড়ছে ব্রিটিশ অত্যাচার
বাংলা থেকে ২১ কোটি টাকা উদ্ধার, সেই বিষয়ে বলতে গিয়ে মমতা বলেন, ''আজ এইভাবে এজেন্সির নাম করে অন্য দলের নাম খারাপ করে নিজেরা টাকা লুঠ করে যাচ্ছেন। কত কেস পড়ে আছে, সেইগুলো আগে দেখো। বাংলাকে ভাঙতে গেলে সত্যিকারের সিংহকে মারো। বাংলা তাতেও ভয় পাবে না। ব্রিটিশদের কত অত্যাচার ছিল আমি শুনেছি। কিন্তু এই রকম ছিল না।''