কাজ শেষ হলে দক্ষিণ দামোদরের পাশাপাশি হুগলি এবং বাঁকুড়া জেলার বহু বাসিন্দা উপকৃত হবেন। ওইদিন মুখ্যমন্ত্রী বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টারের শিলান্যাস করবেন। ৪ কোটি টাকা খরচ করে ছাত্রাবাস তৈরি হবে চাঁচাই গ্রামে। ইডেন খালের উপর সেতু তৈরির কাজেরও সূচনা করবেন তিনি। মুখ্যমন্ত্রীর হাত দিয়ে ৪৮৯টি প্রকল্পের উদ্বোধন হবে। ৩৫৫ কোটি ৬৩লক্ষ টাকা খরচ করে এই সমস্ত প্রকল্পের কাজ হয়েছে।
advertisement
কাটোয়া মহকুমা হাসপাতালে ১০০ বেডের কোভিড হাসপাতালের উদ্বোধন হবে। সংস্কার হওয়া ৩৯০টি রাস্তা উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। পূর্ব বর্ধমানের জেলাশাসক পূর্ণেন্দু মাজী বলেন, বিভিন্ন প্রকল্পের উপভোক্তাদের হাতে পরিষেবা তুলে দেওয়া হবে। বুধবার জেলার ৩ লক্ষ ২৬ হাজার ২৮১জন উপভোক্তাকে বিভিন্ন প্রকল্পের সুবিধা তুলে দেওয়া হবে।
ওইদিন মুখ্যমন্ত্রী নিজে পূর্ব বর্ধমানের ৩০ জন ও পশ্চিমবর্ধমানের ২০ জন উপভোক্তাকে পরিষেবা তুলে দেবেন। একই সঙ্গে পশ্চিমবর্ধমান জেলারও বিভিন্ন প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করা হবে।পশ্চিম বর্ধমানের আধিকারিক এবং জনপ্রতিনিধিরাও মঞ্চে হাজির থাকবেন।পূর্ব বর্ধমান জেলায় তৃণমূল কংগ্রেসের ফল অত্যন্ত ভাল ছিল বিধানসভা ভোটে।
লোকসভা ভোটে একটি আসনে হার হলেও বিধানসভায় সেই জেলায় দারুণ ফল করে শাসক দল। গত বছরে নবজোয়ার যাত্রায় এসে এই জেলায় অনেকটা সময় দেন অভিষেক বন্দোপাধ্যায়। এই জেলার বিভিন্ন প্রান্তে জনসংযোগ করেন। বিশেষ করে রাস্তা এবং জল নিয়ে মানুষের মতামত তিনি শুনেছিলেন।