পঞ্চায়েত নির্বাচনের আগে এই জেলা সফর রাজনৈতিকভাবেও বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কারণ পরিষেবা অনুষ্ঠানের পাশাপাশি এই সফরে দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। এর আগে গত বছরের সেপ্টেম্বর মাসে পূর্ব মেদিনীপুর জেলায় এসেছিলেন মুখ্যমন্ত্রী।সেই বৈঠক থেকেই একাধিক নির্দেশ দিয়ে এসেছিলেন জেলা প্রশাসনকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই সমস্ত কাজের অগ্রগতি নিয়েও মুখ্যমন্ত্রী খোঁজ-খবর নিতে পারেন বলে মনে করা হচ্ছে।
advertisement
আরও পড়ুন- NMACC-র আর্ট হাউস ‘সঙ্গম’ (Confluence) উদ্বোধন করলেন কোকিলাবেন ধীরুভাই আম্বানি
এদিন সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানটি হবে খেজুরির ঠাকুরনগর হাই স্কুলের মাঠে। সেখানেই লক্ষীর ভান্ডার, কন্যাশ্রী-সহ অন্যান্য প্রকল্পের পরিষেবা পাবেন ২ লক্ষ ৯৮ হাজার মানুষ। যাদের মধ্যে সবুজ সাথী প্রকল্পের অধীন সাইকেল পাবেন ৭৭ হাজার ছাত্রছাত্রী। এদিন তিনি উদ্বোধন করবেন প্রায় ৫০০ কোটি টাকার মূল্যের ৫৫৪টি প্রকল্পের। শিলান্যাস ৩০০ কোটি টাকা মূল্যের ৭০ টি প্রকল্পের। মুখ্যমন্ত্রী প্রশাসনিক কর্মসূচির পাশাপাশি সফরের দ্বিতীয় দিনে অর্থাৎ ৪ এপ্রিল কর্মী সম্মেলনে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কৌশল ঠিক করে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার জন্যই দলীয় কর্মী সমর্থকরাও কোমর বাঁধতে শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফরকে কেন্দ্র করে।
উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর ফের পূর্ব মেদিনীপুর জেলা দিয়েই পঞ্চায়েত নির্বাচনের আগে জেলা সফর শুরু করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিঃসন্দেহে রাজনৈতিক ও প্রশাসনিক, উভয় দিক দিয়েই গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করা হচ্ছে। এই সফরে দিঘাতে জগন্নাথ মন্দিরের প্রকল্পের অগ্রগতিও খতিয়ে দেখার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়