Sangam/ Confluence Opening at NMACC: NMACC-র আর্ট হাউস ‘সঙ্গম’ (Confluence) উদ্বোধন করলেন কোকিলাবেন ধীরুভাই আম্বানি
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
ভারতীয় শিল্পকলা সংরক্ষণ ও প্রচারের লক্ষ্যে দেশের প্রথম কালচারাল সেন্টার NMACC উদ্বোধন করেছে রিলায়েন্স। সেখানেই শনিবার উপস্থিত বলিউডের তারকারা।
মুম্বই: দু’দিন ধরে আনন্দ অনুষ্ঠানের পর নতুন মাত্রা যোগ হল NMACC উদ্বোধনে। নীতা-মুকেশ আম্বানি কালচারাল সেন্টারেই উন্মোচিত হয় ‘আর্ট হাউস’-এর পর্দা। ভিজ্যুয়াল আর্টের জন্য নিবেদিত স্থান, ‘সঙ্গম/কনফ্লুয়েন্স’। প্রদীপ জ্বালিয়ে আর্ট হাউস উদ্বোধন করলেন কোকিলাবেন ধীরুভাই আম্বানি।
অনন্য এই প্রদর্শনীতে রয়েছে ৫ জন ভারতীয় এবং ৫ জন আন্তর্জাতিক শিল্পীর ৫০টিরও বেশি সূক্ষ্ম শিল্পকর্ম এবং ইনস্টলেশন। ভারতের বৈচিত্র্যময় সংস্কৃতি এবং ঐতিহ্যকে উদযাপন করা হয়েছে। ফ্যাশনের উপর ভারতীয় পোশাক এবং কাপড়ের প্রভাব নিয়ে একটি কফি টেবিল বইয়ের উদ্বোধন করেন নীতা আম্বানি এবং ইশা আম্বানি।

advertisement
advertisement
ভারতীয় শিল্পকলা সংরক্ষণ ও প্রচারের লক্ষ্যে দেশের প্রথম কালচারাল সেন্টার NMACC উদ্বোধন করেছে রিলায়েন্স। সেখানেই শনিবার উপস্থিত বলিউডের তারকারা। প্রথম সারির বলি তারকাদের সমাবেশে এমনকি আন্তর্জাতিক তারকাদেরও ভিড়। ঔজ্জ্বল্যের ছটায় চোখ ধাঁধিয়ে যেতে পারে।

advertisement
নীতা-মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানের দ্বিতীয় দিনে তারকাখচিত বর্ণাঢ্য অনুষ্ঠান মন জয় করে নিলেন সকলের। শাহরুখ খান, প্রিয়াঙ্কা চোপড়া, নিক জোনাস, গিগি হাদিদ, জেন্ডেয়া, টম হল্যান্ড, দিশা পাটানি, আয়ুষ্মান খুরানা, রশ্মিকা মন্দানা, আলিয়া ভাট, কে নেই এই তালিকায়! আলিয়া, রশ্মিকা ছাড়াও মঞ্চে নাচ করলেন বরুণ ধাওয়ান, রণবীর সিং, শাহরুখ খানও।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 02, 2023 6:47 PM IST