বোলপুরের তৃণমূল কংগ্রেসের কোর কমিটিতে জায়গা পেয়েছেন কাজল শেখ। অনুব্রতহীন বীরভূমে কীভাবে পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল কংগ্রেস কাজ করবে, সে বিষয়েও গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন। গত দুদিন ধরে দফায় দফায় বীরভূমের তৃণমূলের বিধায়ক, সাংসদদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। আর আজ বুধবার সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান কর্মসূচিতে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বোলপুরের ডাক বাংলো মাঠে দুপুর ১টা থেকে এই কর্মসূচি শুরু হওয়ার কথা।
advertisement
মূলত, এদিন দুয়ারে সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা উপভোক্তাদের হাতে তুলে দেবেন মমতা। পাশাপাশি, পড়ুয়াদের হাতে সাইকেলও তুলে দেওয়ার কথা রয়েছে। সূত্রের খবর, এই পর্যায়ে বীরভূমের জন্য প্রায় ৬০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি।
এই প্রথম অনুব্রতহীন থাকবে বীরভূমের এমন মাপের কোনও রাজনৈতিক অনুষ্ঠান। যা নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে। তারমধ্যেই নজর কেড়েছে তৃণমূলের পোস্টার, প্ল্যাকার্ড, ফেস্টুন। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে তৃণমূলের পতাকা, পোস্টারে ছয়লাপ হয়ে গিয়েছে বীরভূম। কিন্তু সেখানে চোখে পড়েনি বীরভূমের ভূমিপুত্র অনুব্রত মণ্ডলের ছবি। যা নিয়ে জল্পনা শুরু হয়েছে ইতিমধ্যেই।
আরও পড়ুন:নথি ঠিক না ভুল? অমর্ত্য সেন জমি বিতর্কে শোরগোল পৌঁছল দিল্লিতেও
গরুপাচার কাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতারির পরে অবশ্য একাধিকবার প্রকাশ্যে কেষ্টর পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন তৃণমূলনেত্রী। তবে সাম্প্রতিক অতীতে কেষ্টকে দিল্লি নিয়ে গিয়ে জেরার তোড়জোড় শুরু করেছে ইডি। তাই কি এবার কেষ্টকে ঝেড়ে ফেলতে চায় ঘাসফুল শিবির? মুখ্যমন্ত্রীর এদিনের সভা থেকেই সে বিষয়ে ইঙ্গিত মিলতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।
এদিন বোলপুরের অনুষ্ঠানে যোগ দেওয়ার পরে বৃহস্পতিবার বর্ধমানেও সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান কর্মসূচিতে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার পূর্ব ও পশ্চিম বর্ধমান এই দুই জেলা মিলিয়ে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেওয়া এবং একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। বৃহস্পতিবারই জেলা সফর শেষে কলকাতা ফিরবেন মুখ্যমন্ত্রী।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
