আরও পড়ুনঃ ভেন্ডর মুক্ত সন্ধ্যার কল্যাণী স্পেশ্যাল! চালানোর উদ্যোগ শিয়ালদহ ডিভিশনের
তিনি আরও বলেন, ‘ইলেভেনে উঠলে স্মার্ট ফোন পায়। কন্যাশ্রীর মেয়েরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে তিনবার টাকা পায়।’ মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘বেকারত্বের হার কমেছে। দারিদ্র্য সীমার নিচে ২ কোটি মানুষকে নিয়ে এসেছি। ডেউচা পাঁচামিতে আদিবাসী মানুষের সেন্টিমেন্টের কথা মাথায় রেখে কোনো গাছকে না কেটে পাশে ফরেস্ট করে দেওয়া হয়েছে।’
advertisement
মঙ্গলবার, ফের এনআরসি (ফের জাতীয় নাগরিকপঞ্জি) নিয়ে কেন্দ্রকে বিঁধলেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ভোটার লিস্টে নাম তোলার নামে NRC করার চেষ্টা। সবাই নাম ভোটার লিস্টে তুলবেন। না তুললে ছেড়ে কথা বলবেন না।’’
বিহারের ভোটার লিস্টে নাম তোলার ক্ষেত্রে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়া নিয়েও প্রথম থেকেই প্রশ্ন তুলেছে তৃণমূল-সহ অন্যান্য বিজেপি বিরোধী দলগুলি। এদিন ভোটার লিস্টে নাম তোলার নামে এনআরসি হচ্ছে বলেই কেন্দ্রকে ফের ঝাঁঝালো আক্রমণ করলেন মমতা।