এদিন মমতা বন্দোপাধ্যায় বলেন, "বাঁকুড়া গর্ব করার কত জায়গা। কত পর্যটন কেন্দ্র আছে। আগামী দিনে অনেক কিছু হবে। আমি তো ম্যাজিশিয়ান নই। আমি গুপি গাইন, বাঘা বাইন নই। আমাকেও টাকা জোগাড় করতে হয়। কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও ৩ শতাংশ ডিএ দিয়েছি।"
মুখ্যমন্ত্রী বলেন, "দিল্লির সরকার খাদ্য এর টাকা দিচ্ছে না। খাদ্য বিদেশে পাঠাতে হবে। গরিব মানুষকে দেবে না। বলছে আবাসের টাকা দেবে না। আমাদের টাকা আমাদের দিচ্ছে না। বলছে ওদের ভাতে মেরে দাও। এত সস্তা নয়, বাংলার মানুষ ভিক্ষা চায় না। মাথা উচু করে বাঁচতে চায়।"
advertisement
বিজেপিকে কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "ওদের দুটো এমপি আছে। কি করেছে ওরা? আমরা গরিব মানুষ কে উচ্ছেদ করি না। উত্তরপ্রদেশে দু দিন আগে মা মেয়েকে পুড়িয়ে মেরেছে উচ্ছ্বেদ করতে। কোথায় সেন্ট্রাল টিম পাঠানো হল?"
আরও পড়ুন, মাত্র ৩ শতাংশ! সরকারের ডিএ ঘোষণাকে প্রত্যাখ্যান সরকারি কর্মীদের, বড় হুঁশিয়ারি
আরও পড়ুন, 'এটা পেলে, সেটা চায়,' ডিএ নিয়ে কর্মীদের ক্ষোভে রুষ্ট মমতা
তিনি আরও বলেন, "আগে যখন আমরা আসতাম মাওবাদীদের অত্যাচারে কেউ বেরোতে পারতো না। এটা এখন হয় না। বাঁকুড়া এর লালমাটির গর্ব এটা।"
