এরপরই সিপিআইএম জমানার কথা বলতে গিয়ে তিনি বলেন, ''একসময় খেজুরিতে ঢোকা যেত না। আমার এক ছাত্রী বান্ধবী ছিল। তাকে ধর্ষণ করা হয়েছিল। তারপর তার বাবার নামে অভিযোগ করা হয়েছিল। আজ সিপিআইএম-এর হার্মাদগুলো বিজেপি হয়েছে। আমাদের ছেলেমেয়ে গুলোকে পুলিশে ঢুকিয়েছে পোস্ট ভায়োলেন্সের নাম করে। নন্দীগ্রামের অত্যাচার কাহিনি আপনারা জানেন।''
আরও পড়ুন: ভাল নেই অনুব্রত মণ্ডল! আদালতের বাইরে যা জানালেন, দুশ্চিন্তা বাড়ল কয়েকগুণ
advertisement
এরপরই তিনি চ্যালেঞ্জের সুরে বলেন, ''আমি যতদিন বাঁচব ততদিন আন্দোলন করে যাব। আমাকে কেউ দমিয়ে রাখতে পারবে না। আজ যারা যারা বড় বড় কথা বলে তাদের কিছু বলব না। এর জবাব মানুষ দেবে। নন্দীগ্রামের ছেলেমেয়েদের জেলে পাঠিয়েছে। খেজুরির ছেলেমেয়েদের জেলে পাঠিয়েছে।''
আরও পড়ুন: এই মহিলার কোনও জাতি, ধর্ম নেই, অথচ তিনি ভারতীয়! কেন জানেন? আপনিও চান এমন?
মুখ্যমন্ত্রীর সংযোজন, ''আজ থেকে যাদের প্রয়োজন বুথে বুথে দুয়ারে সরকার হচ্ছে, আগে নিয়ম ছিল স্বাস্থ্যসাথী কার্ড থাকবে, তারা লক্ষ্মীর ভান্ডার পাবে। এখন সেই নিয়ম বদলে দিয়েছি। যাদের স্বাস্থ্যসাথী নেই, তারাও লক্ষ্মীর ভান্ডারে আবেদন করুন। আপনারা যদি আমাকে ১ পার্সেন্ট দেন, আমি আপনাদের ১০০ পার্সেন্ট দেব। জীবন দিয়ে দেব। আগামী দুদিন দিঘাতে থাকব। জগন্নাথ মন্দির দেখব। ৭ কিলোমিটার বিচ করেছি। সেটা দেখব।''