TRENDING:

Mamata Banerjee: 'আমার এক ছাত্রী বান্ধবী ছিল, তাঁকে...', খেজুরিতে মমতার মুখে ভয়ঙ্কর অতীতের কথা! নিশানায় CPIM

Last Updated:

Mamata Banerjee: সিপিআইএম জমানার কথা বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ''একসময় খেজুরিতে ঢোকা যেত না। আমার এক ছাত্রী বান্ধবী ছিল। তাকে ধর্ষণ করা হয়েছিল। তারপর তার বাবার নামে অভিযোগ করা হয়েছিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
খেজুরি: ফের পূর্ব মেদিনীপুর সফরে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার পূর্ব মেদিনীপুর জেলায় পা রেখেই প্রায় তিন লক্ষ মানুষের হাতে তুলে দেন রাজ্যের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা। খেজুরি ঠাকুরনগরের মঞ্চ থেকে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস মিলিয়ে প্রায় এক হাজার কোটি টাকার উপহার জেলার বাসিন্দাদের দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখান থেকেই বিজেপি, সিপিআইএম-কে একহাত নেন মুখ্যমন্ত্রী। বলেন, ''আমি অনেকদিন বাদে ইলেকশনের পর সম্ভবত এখানে এলাম আমি। খেজুরিতে আমি এর আগেও মিটিং করতে এসেছি। আপনারা জানেন নন্দীগ্রাম,ভগবানপুর এই জায়গায় এসে সংগঠিত হয়েছে।''
মমতার নিশানায় বাম-বিজেপি
মমতার নিশানায় বাম-বিজেপি
advertisement

এরপরই সিপিআইএম জমানার কথা বলতে গিয়ে তিনি বলেন, ''একসময় খেজুরিতে ঢোকা যেত না। আমার এক ছাত্রী বান্ধবী ছিল। তাকে ধর্ষণ করা হয়েছিল। তারপর তার বাবার নামে অভিযোগ করা হয়েছিল। আজ সিপিআইএম-এর হার্মাদগুলো বিজেপি হয়েছে। আমাদের ছেলেমেয়ে গুলোকে পুলিশে ঢুকিয়েছে পোস্ট ভায়োলেন্সের নাম করে। নন্দীগ্রামের অত্যাচার কাহিনি আপনারা জানেন।''

আরও পড়ুন: ভাল নেই অনুব্রত মণ্ডল! আদালতের বাইরে যা জানালেন, দুশ্চিন্তা বাড়ল কয়েকগুণ

advertisement

এরপরই তিনি চ্যালেঞ্জের সুরে বলেন, ''আমি যতদিন বাঁচব ততদিন আন্দোলন করে যাব। আমাকে কেউ দমিয়ে রাখতে পারবে না। আজ যারা যারা বড় বড় কথা বলে তাদের কিছু বলব না। এর জবাব মানুষ দেবে। নন্দীগ্রামের ছেলেমেয়েদের জেলে পাঠিয়েছে। খেজুরির ছেলেমেয়েদের জেলে পাঠিয়েছে।''

আরও পড়ুন: এই মহিলার কোনও জাতি, ধর্ম নেই, অথচ তিনি ভারতীয়! কেন জানেন? আপনিও চান এমন?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

মুখ্যমন্ত্রীর সংযোজন, ''আজ থেকে যাদের প্রয়োজন বুথে বুথে দুয়ারে সরকার হচ্ছে, আগে নিয়ম ছিল স্বাস্থ্যসাথী কার্ড থাকবে, তারা লক্ষ্মীর ভান্ডার পাবে। এখন সেই নিয়ম বদলে দিয়েছি। যাদের স্বাস্থ্যসাথী নেই, তারাও লক্ষ্মীর ভান্ডারে আবেদন করুন। আপনারা যদি আমাকে ১ পার্সেন্ট দেন, আমি আপনাদের ১০০ পার্সেন্ট দেব। জীবন দিয়ে দেব। আগামী দুদিন দিঘাতে থাকব। জগন্নাথ মন্দির দেখব। ৭ কিলোমিটার বিচ করেছি। সেটা দেখব।''

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mamata Banerjee: 'আমার এক ছাত্রী বান্ধবী ছিল, তাঁকে...', খেজুরিতে মমতার মুখে ভয়ঙ্কর অতীতের কথা! নিশানায় CPIM
Open in App
হোম
খবর
ফটো
লোকাল