এদিন মমতা মঞ্চে আসার সঙ্গে সঙ্গেই আশপাশ থেকে অনুব্রত মণ্ডলের নামে শ্লোগান ওঠে৷ মঞ্চে উঠে মমতাকে সেই কথাও বলতে শোনা যায়৷ তৃণমূলনেত্রী বলেন, ‘‘আমি তো আসতে আসতে দেখলাম ইয়ং ছেলে মেয়েরা ওর নাম বলছে। ও এখনও জনপ্রিয়। আমি তো ওদের কিছু বলার জন্য শিখিয়ে দিইনি।’’
মমতার কথায়, ‘‘পিএমএলএ নামে কী একটা আইন করে রেখেছে। বিনা বিচারে এক একজনকে বছরের পর বছর আটকে রেখে যদি তুমি মনে করো ভোট করবে তাহলে তোমরা ভুল ভাবছ। ইমার্জেন্সির সময় ইন্দিরা গান্ধি ২০০০ জনকে জেলে পুরে রেখে ভোট করেছিলেন। কিন্তু তিনি নির্বাচনে হেরে গিয়েছিলেন।’’
advertisement
শুধু কেষ্টই নয়, এদিন মমতার মুখে উঠে আসে আরাবুল ইসলামের গ্রেফতারির প্রসঙ্গও৷ তৃণমূলনেত্রী বলেন, ‘‘আরাবুল আমাদের দলের নেতা। সেও তো গ্রেফতার হয়েছে।’’ প্রসঙ্গত, গত ৯ ফেব্রুয়ারি আইএসএফ নেতা খুনের অভিযোগে গ্রেফতার হয়েছেন আরাবুল ইসলামও৷ এদিন মমতার কথায় উঠে আসে সেই প্রসঙ্গও৷
আরও পড়ুন- মা হচ্ছেন না অনুষ্কা শর্মা! তা হলে সব খবর ‘ভুল’! ভাইরাল ‘এই’ ঘটনায় সব ওলটপালট
সিউড়ির মঞ্চ থেকে শুভেন্দু অধিকারীর নাম না করে মুখ্যমন্ত্রীর কটাক্ষ, ‘‘প্রথমে ইডি-কে পাঠিয়েছে। তারপর বিজেপি ঢুকেছে। যার যা অভিযোগ আছে আমরা অভিযোগ জানতে অফিসার পাঠিয়েছি। ব্লক প্রেসিডেন্ট সহ গ্রেফতার হয়েছে। আমি কি পারি না গদ্দারদের গ্রেফতার করতে? আমি কি পারি না গদ্দারদের অ্যারেস্ট করতে। আমি গদ্দারদের একটু সুযোগ দিচ্ছি। সুতো ছাড়ছি। এরা দিল্লির দয়ায় রাজনীতি করে। দিল্লি রাগ করলে এরা ঘরে বসে থাকে৷’’