মা হচ্ছেন না অনুষ্কা শর্মা! তা হলে সব খবর 'ভুল'! ভাইরাল 'এই' ঘটনায় সব ওলটপালট

Last Updated:
Anushka Sharma is not pregnant: অনুষ্কা শর্মা তা হলে মা হচ্ছেন না! ১৩ ফেব্রুয়ারি এক ভাইরাল টুইট সব কিছু এলোমেলো করে দিয়েছে আপাতত। অনেকেই অনুষ্কার গর্ভপাতের আশঙ্কা করছেন এখন।
1/8
২০২৩ সেপ্টেম্বর মাসে একটি ক্লিনিকের বাইরে দেখা যায় বিরাট ও অনুষ্কাকে। সেই সময় বিরাট পাপারাৎজিদের অনুরোধ করেন, এখন যেন কোনও খবর প্রকাশ্যে আনা না হয়! তবে কোহলির কথার দাম দেননি পাপারাৎজি। সেই খবর প্রকাশ্যে আসে তখনই।
২০২৩ সেপ্টেম্বর মাসে একটি ক্লিনিকের বাইরে দেখা যায় বিরাট ও অনুষ্কাকে। সেই সময় বিরাট পাপারাৎজিদের অনুরোধ করেন, এখন যেন কোনও খবর প্রকাশ্যে আনা না হয়! তবে কোহলির কথার দাম দেননি পাপারাৎজি। সেই খবর প্রকাশ্যে আসে তখনই।
advertisement
2/8
বিরাট কোহলি ও অনুষ্কার বিয়ে হয় ২০১৭ সালে। ২০২১ জানুয়ারিতে ভামিকা আসে তাঁদের জীবনে। তার পর ২০২৩ সালের সেপ্টেম্বরে জানাজানি হয়, অনুষ্কা দ্বিতীয়বার মা হতে চলেছেন!
বিরাট কোহলি ও অনুষ্কার বিয়ে হয় ২০১৭ সালে। ২০২১ জানুয়ারিতে ভামিকা আসে তাঁদের জীবনে। তার পর ২০২৩ সালের সেপ্টেম্বরে জানাজানি হয়, অনুষ্কা দ্বিতীয়বার মা হতে চলেছেন!
advertisement
3/8
বিরাট কোহলি আপাতত লম্বা ছুটিতে। স্ত্রীর পাশে থাকবে বলে তিনি বিসিসিআই-কে জানিয়েছেন, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলতে পারবেন না। জানা যাচ্ছে, স্ত্রীর সঙ্গে আপাতত লন্ডনে রয়েছেন তিনি। জানা গিয়েছিল, অনুষ্কার শারীরিক সমস্যার জন্যই আপাতত তাঁরা দেশের বাইরে।
বিরাট কোহলি আপাতত লম্বা ছুটিতে। স্ত্রীর পাশে থাকবে বলে তিনি বিসিসিআই-কে জানিয়েছেন, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলতে পারবেন না। জানা যাচ্ছে, স্ত্রীর সঙ্গে আপাতত লন্ডনে রয়েছেন তিনি। জানা গিয়েছিল, অনুষ্কার শারীরিক সমস্যার জন্যই আপাতত তাঁরা দেশের বাইরে।
advertisement
4/8
মিডিয়া রিপোর্টস বলছে, ২০২৪ সালের জুলাই বা অগাস্ট মাসে ফের মা হতে পারেন অনুষ্কা।  কিন্তু ১৩ ফেব্রুয়ারি এক ভাইরাল টুইট সব এলোমেলো করে দিয়েছে। তাতে ইঙ্গিত দেওয়া হয়েছে, আদতে দ্বিতীয়বার মা হচ্ছেন না অনুষ্কা!
মিডিয়া রিপোর্টস বলছে, ২০২৪ সালের জুলাই বা অগাস্ট মাসে ফের মা হতে পারেন অনুষ্কা। কিন্তু ১৩ ফেব্রুয়ারি এক ভাইরাল টুইট সব এলোমেলো করে দিয়েছে। তাতে ইঙ্গিত দেওয়া হয়েছে, আদতে দ্বিতীয়বার মা হচ্ছেন না অনুষ্কা!
advertisement
5/8
অভিষেক ত্রিপাঠি নামের এক ইউজার লিখেছেন, চারটি কথা বলব, ডিভিলিয়ার্স যা বলেছিল তা সত্যি। তার পর কোনও শারীরিক সমস্যা হয়েছে। তাই বিরাট কোহলি চিকিৎসকের পরামর্শ নিতে লন্ডনে যান। বিরাট বিসিসিআই-এর থেকে ছুটির অনুমতি নিয়ে লন্ডনে রয়েছেন। শেষে বলব, আমাদের সবার উচিত ওঁদের সুখী ভবিষ্যতের জন্য প্রার্থনা করা।
অভিষেক ত্রিপাঠি নামের এক ইউজার লিখেছেন, চারটি কথা বলব, ডিভিলিয়ার্স যা বলেছিল তা সত্যি। তার পর কোনও শারীরিক সমস্যা হয়েছে। তাই বিরাট কোহলি চিকিৎসকের পরামর্শ নিতে লন্ডনে যান। বিরাট বিসিসিআই-এর থেকে ছুটির অনুমতি নিয়ে লন্ডনে রয়েছেন। শেষে বলব, আমাদের সবার উচিত ওঁদের সুখী ভবিষ্যতের জন্য প্রার্থনা করা।
advertisement
6/8
এই টুইটে কী ইঙ্গিত করা হয়েছে তা স্পষ্ট বলা এখনই সম্ভব নয়। তবে কি গর্ভপাত হয়েছে অনুষ্কার! সেই আশঙ্কাও করছেন কেউ কেউ।
এই টুইটে কী ইঙ্গিত করা হয়েছে তা স্পষ্ট বলা এখনই সম্ভব নয়। তবে কি গর্ভপাত হয়েছে অনুষ্কার! সেই আশঙ্কাও করছেন কেউ কেউ।
advertisement
7/8
ডিভিলিয়ার্স প্রথমে বলেন, বিরাট বাবা হতে চলেছেন আবার। ২ দিন পর তিনি নিজের মন্তব্য ফেরত নেন। জানান, তিনি যে তথ্য দিয়েছেন তা ভুল। তার পর থেকেই জল্পনা বাড়ছে।
ডিভিলিয়ার্স প্রথমে বলেন, বিরাট বাবা হতে চলেছেন আবার। ২ দিন পর তিনি নিজের মন্তব্য ফেরত নেন। জানান, তিনি যে তথ্য দিয়েছেন তা ভুল। তার পর থেকেই জল্পনা বাড়ছে।
advertisement
8/8
অনুষ্কা শর্মার যে শারীরিক কোনও সমস্যা হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। তবে সেই সমস্যা কতটা গুরুতর, তিনি এখন কেমন আছেন, এসব নিয়ে কোনও আপডেট পাওয়া যাচ্ছে না।
অনুষ্কা শর্মার যে শারীরিক কোনও সমস্যা হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। তবে সেই সমস্যা কতটা গুরুতর, তিনি এখন কেমন আছেন, এসব নিয়ে কোনও আপডেট পাওয়া যাচ্ছে না।
advertisement
advertisement
advertisement