দুর্গাপুজোর সময় মেয়েকে নিয়ে মণ্ডপ পরিদর্শন ও জনসংযোগ সারতে দেখা গিয়েছে অভিষেককে। এবার আলোর উৎসবেও রয়েছে তাঁর নির্দিষ্ট পরিকল্পনা। সূত্রের খবর, কালীপুজোর পর দিন, অর্থাৎ ২১ অক্টোবর নৈহাটির বিখ্যাত বড়মার মন্দিরে পুজো দিতে আসতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বড় কালী পুজো সমিতির সম্পাদক তাপস ভট্টাচার্য জানিয়েছেন, ” উনি ২১ তারিখ আসবেন বলে আমরা জেনেছি। সময় এখনও চূড়ান্ত হয়নি। আমরা তাঁকে স্বাগত জানাতে প্রস্তুত। আমাদের ইচ্ছা, বড়মায়ের কষ্টি পাথরের একটি ছোট মূর্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেব। সেই মূর্তিটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে পাঠান হবে।” আরও জানা গিয়েছে, বালেশ্বরী কালো পাথরে তৈরি এই মূর্তির উচ্চতা সাড়ে পাঁচ ইঞ্চি ও প্রস্থ পাঁচ ইঞ্চি। চালচিত্র থেকে অলঙ্কার -সবই পাথরে খোদাই করা। শিল্পী শুভেন্দু সরকারের হাতেই তৈরি হয়েছে এই বিশেষ মূর্তি।
advertisement
প্রসঙ্গত, ২০২৩ সালে বড়মার মন্দির নতুন করে স্থাপনের পর উদ্বোধনে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরের বছর ২০২৪-এ সেখানে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেবার তিনি বড় ছবির বদলে ছোট মূর্তি দেওয়ার অনুরোধ করেছিলেন, যা এবার তাঁর হাতে পৌঁছবে অভিষেকের মাধ্যমে। মন্দির কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, এ’বছর ভিড় নিয়ন্ত্রণে রাখতে সাত দিন আগে থেকেই পুজো নেওয়া শুরু হবে। পুজোর পরদিন অভিষেকের সফর ঘিরে ইতিমধ্যেই নৈহাটিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার প্রস্তুতি শুরু করেছে প্রশাসন।