মন্ত্রী সৌমেন মহাপাত্র (Soumen Mahapatra) নিজে পূর্ব মেদিনীপুর জেলার মানুষ৷ কিন্তু এই দুর্ঘটনার খবর তিনিও পাননি৷ তার আগেই মুখ্যমন্ত্রী নিজে ফোন করে সৌমেনবাবুকে সায়ন্তনী বেরা নামে ওই মৃত ছাত্রীর বাড়িতে যাওয়ার নির্দেশ দেন৷
আরও পড়ুন: পশ্চিমবঙ্গে যতদিন তৃণমূল থাকবে ততদিন শান্তিপূর্ন নির্বাচন হবে না, কটাক্ষ অধীরের!
advertisement
এ দিন সকালে মহিষাদলের নাটসাল ২ অঞ্চলের বাসিন্দা সপ্তম শ্রেণির ছাত্রী সায়ন্তনী সাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছিল৷ সেই সময়ই দ্রুত গতিতে আসা একটি লরি ছাত্রীকে সাইকেল সমেত পিষে দেয়৷ প্রায় পাঁচশো মিটার টেবে হিঁচড়ে নিয়ে যায় ছাত্রীর দেহ৷ এই দুর্ঘটনার জেরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়৷ সংবাদমাধ্যমে এই খবর দেখেই সৌমেন মহাপাত্রকে ফোন করে ছাত্রীর বাড়িতে যাওয়ার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
আরও পড়ুন: সবে তো খুলল স্কুল! সাইকেলে চেপে যাচ্ছিল ক্লাস সেভেনের ছাত্রী, ঘটে গেল মর্মান্তিক ঘটনা
ছাত্রীর বাড়িতে গিেয় সায়ন্তনীর বাবা-মাকে সমবেদনা জানান মন্ত্রী৷ একই সঙ্গে তিনি জানান, এই ধরনের দুর্ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, তার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণে প্রশাসনের সঙ্গে কথা বলবেন তিনি৷
মন্ত্রী বলেন, 'অত্যন্ত মর্মান্তিক ঘটনা৷' 'মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই আমি ওই ছাত্রীর বাড়িতে এসেছি৷ মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই৷ আমি নিজে জেলার মানুষ হয়ে দুর্ঘটনার কথা জানতে পারিনি৷ কিন্তু মুখ্যমন্ত্রীর তা নজর এড়ায়নি৷ তিনি কতখানি সংবেদনশীল মানুষ, এই ঘটনাতেই তা প্রমাণিত৷'