হোম /খবর /দক্ষিণবঙ্গ /
সবে খুলল স্কুল! সাইকেলে চেপে যাচ্ছিল ক্লাস সেভেনের ছাত্রী, ঘটল মর্মান্তিক ঘটনা

Road Accident In Mahishadal: সবে তো খুলল স্কুল! সাইকেলে চেপে যাচ্ছিল ক্লাস সেভেনের ছাত্রী, ঘটে গেল মর্মান্তিক ঘটনা

Mahishadal Road Accident: এই তো সবে খুলল স্কুল। রোজের মতো যাচ্ছিল ক্লাস সেভেনের ছাত্রী। ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা।

  • Last Updated :
  • Share this:

#মহিষাদল: সাতসকালেই মর্মান্তিক ঘটনা। প্রায় ২ বছর বন্ধ থাকার পর এই তো সবে খুলেছে রাজ্যের সব স্কুল। আর এবার স্কুলে যাওয়ার পথে ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় প্রাণ হারাল এক ছাত্রী। রোজের মতো এদিনও সাইকেলে চেপে স্কুলে যাচ্ছিল সেই ছাত্রী। কিন্তু শনিবার আর তাঁর স্কুলে যাওয়া হল না। মা-বাবার কোল খালি করে চলে গেল সে।

স্কুল যাওয়ার পথে ক্লাস সেভেনের ছাত্রীকে পিষে দিল দ্রুতগতিতে যাওয়া চলন্ত লরি। লরি চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ওই স্কুল ছাত্রীর। এমন মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া মহিষাদলে। ফুলের মতো শিশুর মৃত্যু যেন কিছুতেই মেনে নিতে পারছেন না এলাকাবাসী। শোকে পাথর হয়েছে সেই ছাত্রীর পরিবারের লোকজন। রোজই তো মেয়ে সাইকেলে চেপেই স্কুলে যায়। আজ যে কী হল! কোলের সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ বাবা-মা। ঘটনার আকস্মিকতা যেন তাঁদের পাথর করে দিয়েছে।

আরও পড়ুন- চুপির চর ও সংলগ্ন অঞ্চলে পরিযায়ী পাখির সংখ্যা এক লাফে ১৫ হাজার বাড়ল এ বছর

এদিকে, লরি চাপা পড়ে স্কুল ছাত্রীর মৃত্যুকে ঘিরে উত্তেজনা মহিষাদলে। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, মৃত ছাত্রী সায়নী বেরা মহিষাদল গয়েশ্বরী স্কুলে ক্লাস সেভেনে পড়াশোনা করত। শনিবার সাইকেলে চেপে স্কুলে যাওয়ার পথেই মহিষাদল- গেঁওখালি রুটে দুর্ঘটনাটি ঘটেছে।

গাড়ি চালক মদ্যপ অবস্থায় ছিলো বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। ঘটনার পর থেকেই উত্তেজিত জনতা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন। ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকায়। স্থানীয়রা ক্ষোভ দেখাচ্ছে পুলিশের বিরুদ্ধেই। পুলিশি নিস্ক্রিয়তার অভিযোগ তুলেছেন স্থানীয়রা। এমন ঘটনার জন্য আসলে দায়ি কে, তা নিয়ে প্রশ্ন উঠছে।

আরও পড়ুন- তাপস পালের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা চন্দননগরে

তা ছাড়া ওই রুটে বেপরোয়া লরি চালানোর অভিযোগও তুলেছেন কেউ কেউ। অনেকেই জানিয়েছেন, ওই রাস্তায় লরির কোনও বাধা-ধরা গতিবেগ থাকে না।  সাইকেল আরোহী বা পথচারীদের প্রায় গা ঘেঁষে বিপজ্জনকভাবে বেরিয়ে যায় মালবোঝাই একের পর এক লরি। এমন একখানা মর্মান্তিক দুর্ঘটনা ঘটার পর ক্ষোভে ফেটে পড়েছেন ওই এলাকার বাসিন্দারা।

Published by:Suman Majumder
First published:

Tags: Accident Death, Mahishadal, Mahishadal Police station, Road Accident, Student death